মাগুরায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৫৯ অপরাহ্ন, ৮ই আগস্ট ২০২৩


মাগুরায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন
জন্মবার্ষিকী উদযাপন

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে মাগুরায়সেলাই মেশিন, আর্থিক অনুদান, প্রশিক্ষণ ভাতা ও সমিতির অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ১০ টায় বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান মিলনায়তনে ভার্চুয়ালী যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার সহযোগিতায় মাগুরা প্রান্তে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। 


এসময় প্রধান অতিথি মাগুরা-০১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা পিপিএম (বার), জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, জেলা আওয়ামী লীগ সভাপতি আ.ফ.ম আব্দুল ফাত্তাহ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু নাসির বাবলু,  জেলা সিভিল সার্জন ডা. শহিদুল্লাহ দেওয়ান, সাবেক সংসদ সদস্য ও জাতীয় মহিলা সংস্থা মাগুরা জেলা চেয়ারম্যান কামরুল লায়লা জলি প্রমুখ।


এ সময় ৩০ জন অসচ্ছল নারীদের মাঝে ৩০ টি সেলাই মেশিন ও ২৫ জন নারীকে জনপ্রতি ২০০০ টাকা হারে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান ও আইজিএ প্রকল্পের আওতায় ১১৮ জন  নারীদের মাঝে প্রশিক্ষণ ভাতার ১৩ লক্ষ ৮৭ হাজার ২ শত টাকার আর্থিক অনুদানের চেক বিতরন করা হয়।


আরএক্স/