জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দক্ষতা উন্নয়ন সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:৪৯ পিএম, ১২ই আগস্ট ২০২৩


জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দক্ষতা উন্নয়ন সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

“ন্যাশনাল ইউনিভার্সিটি স্কিল ডেভেলপমেন্ট সামিট ২০২৩” মূলত সমগ্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য “NUSDF Bangladesh” কর্তৃক একটি বিশেষ ও চিত্তাকর্ষক আয়োজন।


শুক্রবার (১১ আগস্ট) ঢাকার  আর্ন্তজাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে দিনব্যপী একটি জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে আয়োজিত হয়ে গেলো ন্যাশনাল ইউনিভার্সিটি স্কিল ডেভেলপমেন্ট সামিট ২০২৩। এই সামিটটি মূলত দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা, গুরুত্ব এবং কর্পোরেট নেটওয়ার্কিংয়ের লক্ষ্যে অনুষ্ঠিত হয়৷NUSDF Bangladesh এর এই জাতীয় পর্যায়ের আয়োজনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজের বিশিষ্ট শিক্ষক, অধ্যক্ষ এবং বেশ কিছু সফল কর্পোরেট ব্যক্তিত্বরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ঢাকা ও ঢাকার বাইরের ৫০০ এর বেশি শিক্ষার্থী এই আনন্দ আয়োজনে অংশ নিয়েছিলেন। 


পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানের প্রারম্ভে প্রধান অতিথি হিসেবে দেশের বিখ্যাত মার্কেটিং সুপাস্টার মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সিইও সৈয়দ আলমগীর তার শুভেচ্ছা বক্তব্য প্রদান করেছেন। তিনি প্রথাগত একাডেমিক শিক্ষা ছাড়াও বিভিন্ন দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা সম্পর্কে বিশেষভাবে আলোকপাত করেছেন। পাশাপাশি এই জমকালো আয়োজনে বিশেষ অতিথি হিসেবে ছিলেন  “10 minutes school”-এর একজন প্রখ্যাত শিক্ষামূলক কন্টেন্ট রাইটার, কোর্স প্রশিক্ষক এবং শিক্ষাবিদ সাদমান সাদিক, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও ইমপ্যাক্ট একাডেমির সিইও নাফিস সেলিম, সুপরিচিত উইমেন এন্ড ই-কমার্স ট্রাস্ট(উই) এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা, মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর তানভীর হাসান এফসিএ, দ্যা ডেইলি স্টার এর চিফ বিজনেস অফিসার ও কিরন এর সিইও তাজদিন হাসান, নেক্সটজেন গ্রুপের সিইও কামরুল হাসান, ক্রিয়েটিভ বিজনেস গ্রুপের চিফ অপারেটিং  অফিসার জিয়া উদ্দিন মাহমুদ, গ্রামীণ ডেনন ফুডস লিমিটেডের জনাব দিপেশ নাগ, এক্সিলেন্স বাংলাদেশের ফাউন্ডার ও সিইও  বেনজির আবরার, একমি গ্রুপের চিফ অপারেটিং অফিসার সাকিল আহমেদ এবং কোডম্যানবিডি এর ফাউন্ডার ও সিইও মিনহাজুল আসিফসহ আরও অনেকে।


দিনব্যপী এই চমৎকার আয়োজনে একাধিক সেমিনার এবং প্যানেল ডিসকাশন সেশন অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজের মধ্যে তিনটি এমন কলেজকে সম্মাননা প্রদান করা হয়েছে যারা তাদের শিক্ষার্থীদের পাঠ্যক্রমের পাশাপাশি পাঠক্রম বহির্ভূত কার্যকলাপে দক্ষ করে তুলতে এবং দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখেন।সেই তিনটি কলেজসমূহ হচ্ছে- ঢাকা সিটি কলেজ, শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ(এসবিপিজিসি) এবং ইন্সটিটিউট অব সাইন্স ট্রেড এন্ড টেকনোলজি(আইএসটিটি)।


সমগ্র এই আয়োজনের টাইটেল স্পনসর হিসেবে ছিলেন টুলেটবুক.কম, পাওয়ারড বাই স্পনসর হিসেবে ছিলেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি(আইএসইউ) এমবিএ প্রোগ্রাম এবং সহ-সংগঠক হিসেবে ছিলেন এক্সিলেন্স বাংলাদেশ। এছাড়াও খিদমাহ্, মালেদা গ্রুপ, এসএসবি লেদার, ডেল্টা ইমিগ্রেশন, নুরতাজ, গাড়ীবাড়ি.কম, কোডম্যানবিডি এই অনুষ্ঠানের প্রাউড গোল্ড স্পন্সর হিসেবে সংগঠনটির সাথে যুক্ত ছিলেন। 



সাথে স্কিল ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে ছিলেন ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউট, লার্নিং পার্টনার হিসেবে ছিলেন ইমপ্যাক্ট একাডেমি, এসোসিয়েট পার্টনার হিসেবে ছিলেন বাংলাদেশ স্টার্টআপ এন্ড ইন্ট্রাপ্রেনিউর(বিএসই) ও ইয়ুথ ৩৬০, ডিজিটাল মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন ডিজিটাল মিডিয়া ফোরাম, ফটোগ্রাফি পার্টনার হিসেবে ছিলেন চেকমেট ইভেন্টস, ফুড পার্টনার হিসেবে ছিলেন খাবার মহল এবং সমগ্র আয়োজন জুড়ে আমাদের ক্লান্তি দূর করতে ছিল যিল ক্যাফে। পাশাপাশি সুভনিল সাহিত্য ও সংস্কৃতি সংঘ-আইএসটিটি, আইএসটিটি স্পোর্টস ক্লাব, আই.ই.ই.ই আইএসটিটি স্টুডেন্ট ব্রাঞ্চ, এসবিপিজিসি ক্যারিয়ার ক্লাব, এসবিপিজিসি আর্ট ক্লাব, ডিআইআইটি বিজনেস অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব, আলহাজ্ব মকবুল হোসেন কলেজ স্টুডেন্ট ফোরাম (মকবুলিয়ান) এবং ভোলা জেলা- মকবুল কলেজ ফোরাম ইয়ুথ অ্যাঙ্গেজমেন্ট পার্টনার হিসেবে কাজ করেছেন


এ সামিটটি নিয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি রিয়াজ হোসেন জানান, “বিপুল সংখ্যক শিক্ষার্থীদের সাথে নিয়ে এই বছর চতুর্থবারের মতো ঢাকায় স্কিল ডেভেলপমেন্ট সামিটের সফল আয়োজন সম্পন্ন হয়েছে। সামিটে আগত সকল অংশগ্রহকারী ও সম্মানিত অতিথিদের এ আয়োজন সাফল্যমন্ডিত করার জন্য প্রানঢালা শুভেচ্ছা জানাচ্ছি। সামিটে অনুষ্ঠিত বিভিন্ন সেমিনার ও প্যানেল ডিসকাশন সেশন শিক্ষার্থীদের জন্য দক্ষতার পরিধি উন্মুক্ত করেছে। সামিটে আমাদের সার্বক্ষণিক সহায়তার জন্য সকল পার্টনারদের অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আগামী সময়গুলোতেও আমরা এভাবেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া জাগানো এই স্কিল ডেভেলপমেন্ট সামিটের আয়োজন অব্যহত রাখবো এবং সর্বদা তাদের স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে উন্নত ক্যারিয়ার গড়তে পাশে থাকবো।


জেবি/এসবি