বঙ্গবন্ধুর মহান আদর্শকে প্রতিটি বাঙালির জীবনে প্রতিফলিত করতে হবে: রেলমন্ত্রী
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১১:২১ পূর্বাহ্ন, ১৬ই আগস্ট ২০২৩
রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন এমপি বলেছেন, 'জাতীয় শোক দিবসকে শোক প্রকাশের দিন বলে বিবেচনা না করে অঙ্গীকারের দিন বলে বিবেচনা করতে হবে। সে অঙ্গীকার হবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার। আসুন আমরা সকলেই সেই মহৎ উদ্দেশ্যে নিজেদের নিবেদিত করি।'
মঙ্গলবার (১৫ আগস্ট) পঞ্চগড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলচনা সভায় এসব কথা বলেন।মন্ত্রী বলেন, 'বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ে তোলার যে স্বপ্ন দেখেছিলেন তা সফল করে তুলতে পারলে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো সার্থক হবে। জাতির শোককে শক্তিতে রূপান্তরিত করে জাতিকে সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে নেয়ার সাধনায় আত্মনিয়োগ করতে হবে।'
তিনি বলেন, 'বঙ্গবন্ধুর মহান আদর্শকে প্রতিটি বাঙালির জীবনে প্রতিফলিত করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শে নিবেদিত হয়ে দেশ ও জাতির কল্যাণে যদি সর্বশক্তি নিয়ে আত্মনিয়োগ করা যায় তাহলেই জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানানো সার্থক হবে।'
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান।
এর আগে পঞ্চগড় সার্কিট হাউজ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহিদদের রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে সেখান থেকে একটি শোক র্যালি বের করা হয়। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।
এছাড়াও, দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন কালোব্যাজ ধারণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কবিতা আবৃতি, চিত্রাংকণ প্রতিযোগিতা, বাদ জোহর দোয়া, মোনাজাত ও বিশেষ প্রার্থনা এবং ইসলামিক ফাউন্ডেশন কোরআন তেলাওয়াত, হামদ-নাথ প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সকল সরকারি শিশু পরিবার, হাসপাতাল, জেলা কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন ও প্রামাণ্য চলচ্চিত্র প্রর্দশনের কর্মসূচি গ্রহণ করা হয়।এদিকে, দিবসটি উপলক্ষে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, সার্কিট হাউজ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং দুপুরে দলীয় কার্যালয়ে কোরান খানি, আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
সভায় অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, আওয়ামী লীগ নেতা আবু তোয়াবুর রহমান, আবু সারোয়ার বকুল ও মনিরা পারভিন বক্তব্য রাখেন।সভায় আওয়ামী লীগসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আরএক্স/