চাঁপাইনবাবগঞ্জে দুস্থ চক্ষু রোগীদের বিনামূল্যে চক্ষু শিবির


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:০৬ অপরাহ্ন, ১৯শে আগস্ট ২০২৩


চাঁপাইনবাবগঞ্জে দুস্থ চক্ষু রোগীদের বিনামূল্যে চক্ষু শিবির
চক্ষু শিবির

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে অসহায় ও দুস্থ চক্ষু রোগীদের বিনামূল্যে চক্ষু শিবির ও চিকিৎসা প্রদান করা হয়েছে।


শনিবার (১৯ আগষ্ট) সকালে নরেন্দ্রপুর দাখিল মাদ্রাসার আয়োজনে ও বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতি কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়।


নরেন্দ্রপুর দাখিল মাদ্রাসার সুপার আব্দুল্লাহ এর সভাপতিত্বে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন, বাংলাদেশ অন্ধকল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাকিম। এসময় চিকিৎসা সেবা প্রদান করে ডা. তৌহিদুল ইসলাম সুজ। উপস্থিত ছিলেন অত্র চক্ষু হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ইউসুফ আলী প্রমুখ। হাসপাতালের কর্মকর্তা কর্মচারী ও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 


অসহায় দুস্থ চক্ষু রোগীদের বিনা মূল্যে চক্ষু শিবির চলে সকাল ০৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত। এসময় প্রত্যন্ত চরাঞ্চলের ১শত ৫০ জন চক্ষু রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়।


আরএক্স/