ঘোড়াঘাটে ল্যাম্পি স্কিন ডিজিজ টিকাদান কর্মসূচীর উদ্বোধন
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:২৩ অপরাহ্ন, ২১শে আগস্ট ২০২৩
দিনাজপুরের ঘোড়াঘাটে ল্যাম্পি স্কিন ডিজিজ রোগে আক্রান্ত গরুকে টিকাদান কার্যক্রম কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
পর্যায় উপজেলার ঋষিঘাট, চোপাগাড়ী, পাইকপাড়া মাঝিয়ান, শীধলগ্রাম ও ঘুঘুরা গ্রামের ল্যাম্পি স্কিন ডিজিজ রোগে আক্রান্ত এক হাজার গরুকে এ টিকা দেওয়া হবে।
সোমবার (২১ আগস্ট) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ঘোড়াঘাটের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঘোড়াঘাট এপির সহযোগীতায় উপজেলার বলগাড়ী শ্রীচন্দ্রপুর গ্রামে এ টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন, ওয়ার্ল্ড ভিশন ঘোড়াঘাট এপির ম্যানেজার রোলান্ড গমেজ।
এসময় প্রোগ্রাম অফিসার মারিও মার্ডী, জেমস তপন মন্ডল, মামুনুর রশিদ, ষ্টেলা সরেনসহ গবাদী পশু পালনকারী খামারী ও কৃষকেরা উপস্থিত ছিলেন।
আরএক্স/