ঘোড়াঘাটে ল্যাম্পি স্কিন ডিজিজ টিকাদান কর্মসূচীর উদ্বোধন


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:২৩ অপরাহ্ন, ২১শে আগস্ট ২০২৩


ঘোড়াঘাটে ল্যাম্পি স্কিন ডিজিজ টিকাদান কর্মসূচীর উদ্বোধন
টিকাদান কর্মসূচী

দিনাজপুরের ঘোড়াঘাটে ল্যাম্পি স্কিন ডিজিজ রোগে আক্রান্ত গরুকে টিকাদান কার্যক্রম কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। 


পর্যায় উপজেলার ঋষিঘাট, চোপাগাড়ী, পাইকপাড়া মাঝিয়ান, শীধলগ্রাম ও ঘুঘুরা গ্রামের ল্যাম্পি স্কিন ডিজিজ রোগে আক্রান্ত এক হাজার গরুকে এ টিকা দেওয়া হবে।


সোমবার (২১ আগস্ট) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ঘোড়াঘাটের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঘোড়াঘাট এপির সহযোগীতায় উপজেলার বলগাড়ী শ্রীচন্দ্রপুর গ্রামে এ টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন, ওয়ার্ল্ড ভিশন ঘোড়াঘাট এপির ম্যানেজার রোলান্ড গমেজ। 


এসময় প্রোগ্রাম অফিসার মারিও মার্ডী, জেমস তপন মন্ডল, মামুনুর রশিদ, ষ্টেলা সরেনসহ গবাদী পশু পালনকারী খামারী ও কৃষকেরা উপস্থিত ছিলেন। 


আরএক্স/