খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:২৪ অপরাহ্ন, ২৪শে আগস্ট ২০২৩


খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক
ফাইল ছবি

যশোরে মালবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত হয়ে খুলনার সঙ্গে প্রায় ছয় ঘণ্টা সারা দেশের রেল যোগাযোগ বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক হয়েছে।


বৃহস্পতিবার (২৪ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন যশোর রেলওয়ের ট্রাকিং অফিসার মাহবুব হোসেন। এর আগে এদিন ভোর ৪টার দিকে ওই রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।


আরও পড়ুন: খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ


যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আয়নাল হাসান জানান, বৃহস্পতিবার ভোরে নাটোরের উদ্দেশ্যে খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্যাংকারটি যশোরের সিঙ্গিয়া স্টেশনে পৌঁছালে লাইনচ্যুত হয়। এ ঘটনা কেউ হতাহত হয়নি। তবে ওয়াগনে থাকা ৩৫ হাজার লিটার ডিজেল খাদে পড়ে যায়। এ সময় স্থানীয়রা ওই তেল পানি থেকে আলাদা করে তুলে নিয়ে গেছে।


আরও পড়ুন: বিক্রি হয়নি খুলনার সেই বড় দাদু-ছোট দাদু


অফিসার মাহবুব হোসেন জানান, উদ্ধার কাজ শেষে হলে আজ সকাল সাড়ে ১০টার পর থেকে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ আবারও স্বাভাবিক হয়েছে।


জেবি/এসবি