কয়রায় জাল-নৌকা সংস্কারে ব্যস্ত সময় পর করছেন জেলেরা


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৩৬ অপরাহ্ন, ২৪শে আগস্ট ২০২৩


কয়রায় জাল-নৌকা সংস্কারে ব্যস্ত সময় পর করছেন জেলেরা
সুন্দরবন

দেশের সর্ববৃহৎ মৎস্য উৎপাদন খাত সুন্দরবন আগামী ১সেপ্টেম্বর থেকে সুন্দরবনের সকল ধরণের পাশ-পারমিট দেওয়া হবে। 


জানা গেছে, খুলনার কয়রা উপজেলায় ১৩ হাজারের ও বেশি জেলে সুন্দরবনে মাছ শিকার করে।প্রজন্ম সময় বলে প্রতি বছর তিন সরকার নির্ধারিত সময় মাস জুন, জুলাই ও আগষ্ট বন্ধ থাকে সুন্দরবন।


৪নং কয়রা, ৫নং কয়রা, ও ৬ নং কয়রা গ্রামের কয়েক জন জেলের সাথে কথা হলে বলেন গত তিন মাস সুন্দরবন বন্ধ ছিলো। আগামী মাসের প্রথম থেকে সুন্দরবনের সকল ধরণের পাশ - পারমিট দেওয়া হবে বলে জাল ও নৌকা সংস্কার করছি। 


যাতেকরে পারমিট দিলে নির্ভীকনে মাছ, কাঁকড়া ধরতে পারি। আশা রাখছি আসানোরুপ মাছ ও কাঁকড়া ধরতে পারবো। 


কিন্তু প্রজন্ম সময় কিছু অসাধু জেলে সুন্দরবনে অবৈধ ভাবে অনুপ্রবেশ করে কীটনাশক, নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার করেছে। 


বিষয়টি নিয়ে কথা বলেছিলাম বিভাগীয় বন কর্মকর্তা ডঃ আবু নাসের মহাসিন এ-র সাথে তিনি বলেন প্রজন্ম সময় ও পারমিট দেওয়া পারে সুন্দরবনের সকল অপরাধ দমন করা হবে। 


আরএক্স/