Logo

বিশেষ সম্মাননা পেলেন ফাতেমা তুজ জোহরা

profile picture
জনবাণী ডেস্ক
২৯ আগস্ট, ২০২৩, ০১:২৫
32Shares
বিশেষ সম্মাননা পেলেন ফাতেমা তুজ জোহরা
ছবি: সংগৃহীত

সঙ্গীতে বিশেষ অবদানের জন্য তাকে আনুষ্ঠানিক সম্মাননা প্রদান করে।

বিজ্ঞাপন

আলোচিত নারী কেন্দ্রীক মিডিয়া এজেন্ট ‘ডেইলি ওমেন বাংলাদেশ’-এর বিশেষ সম্মাননা পেলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী ফাতেমা তুজ জোহরা। শুক্রবার (২৫ আগস্ট) ধানমন্ডির ওমেন ভলান্টারি এসোসিয়েশন অডিটরিয়ামে ‘ওমেন বাংলাদেশ ঈদ ডেজার্ট কুইন’ মঞ্চে জমজমাট আয়োজনের মধ্যে দিয়ে তাকে এই সম্মাননা জানানো হয়।

সঙ্গীতে বিশেষ অবদানের জন্য তাকে আনুষ্ঠানিক সম্মাননা প্রদান করে। এছাড়া রন্ধন শিল্পে বিশেষ অবদানের জন্য রন্ধন বিশেষজ্ঞ শাহিন আফরোজকেও বিশেষ সম্মাননা দেওয়া হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, রন্ধন বিশেষজ্ঞ শাহিন আফরোজসহ কালিনারী অঙ্গনের প্রায় ২০০ রন্ধন শিল্পী।

বিজ্ঞাপন

এ সময় আরো উপস্থিত ছিলেন ডেইলি ওমেন বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক বাবুল হৃদয়, যুগ্ন আহবায়ক হাসিনা আনছার, সদস্য সচিব সুমন চৌধুরী, অনুষ্ঠানের সভাপতি রেহানা পারভিন। আয়োজকদের পক্ষে বিশিষ্ট সঙ্গীতশিল্পী ফাতেমা তুজ জোহরার হাতে উত্তরীয় পড়িয়ে দিয়েছেন বাবুল হৃদয়।

‘ঈদ ডেজার্ট কুইন-২০২৩’ চ্যাম্পিয়ন হয়েছেন রন্ধন শিল্পী ফারজানা রহমান তানিয়া ও প্রথম রানার আপ হয়েছেন মেহরা তানযীম নাবিলা, দ্বিতীয় রানা আপ রেবেকা জেসমিন।

বিজ্ঞাপন

এছাড়া বাকী ‘টপ টেন’-এর মধ্যে ছিলেন ফারজানা সুরভি, মেবিন মেহরুনম নার্গিস শামিমাম নামিরা খান, ফারজানা আজমি শিলা ইসলাম ও সাদিয়া আফরিন রিস্তি। চ্যাম্পিয়নদের মাথায় বিয় মুকুট পরিয়ে দিয়েছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদা ইয়াসমিন।

বিজ্ঞাপন

ডেজার্ট কুইন ২০২৩-এর সম্মানিত বিচারক ছিলেন ফাতেমা বিনতে নূর, রুবিনা রুবি, হাসিনা আনছার, আঞ্জুমান্দ সেতু ও নাহিদ সুলতানা।

জেবি/এসবি

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD