দর্শনায় ৩ ঘন্টায় চুরি যাওয়া মালামাল উদ্ধার: গ্রেফতার ৫


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:৫৬ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৩


দর্শনায় ৩ ঘন্টায় চুরি যাওয়া মালামাল উদ্ধার: গ্রেফতার ৫
গ্রেফতারকৃতরা। ছবি: জনবাণী

দর্শনা সরকারী কলেজের চুরি যাওয়া ১৬টি এমইপি ব্রান্ডের সিলিং ফ্যান ও বাথরুমে থাকা বেসিনের স্টীলের পানির ট্যাব এবং কিছু বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে যায় চোর চক্র।


এ ঘটনায় দর্শনা সরকারী কলেজের প্রাণিবিদ্যা বিভাগে কর্মরত প্রভাষক আনোয়ারুল কবির বাদি হয়ে দর্শনা থানায় লিখিত এজাহার দায়ের করে। দর্শনা থানা পুলিশ সফল অভিযান চালিয়ে ৩ ঘন্টার মাথায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এ সব চুরি যাওয়া মালামালসহ ৫ জনকে গ্রেফতার করে।


গ্রেফতারকৃত হলেন দর্শনা পৌরসভার রামনগর ঘুঘুডাঙ্গার মৃত কাসেম আলীর ছেলে চোর চক্রের হোতা শাহিন শরীফ(২৫) একই পাড়ার মৃত কাসেম শরীফের ছেলে সিজান শরীফ (২০) দর্শনা পৌরসভার মোহাম্মদপুরের নুরুল বক্সের ছেলে রফিকুল ইসলাম শিল্টু (৫২)দর্শনা কলেজ পাড়ার রফিকুল ইসলামের ছেলে মোহেদী হাসান হীরক (২৯), ও দর্শনা কলেজ পাড়ার মৃত মাহাবুবুর রহমানের ছেলে মকসুদুর রহমান শাকিল (৩০)কে গ্রেফতার করে।


পুলিশ জানায়, মঙ্গলবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯ টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা'র নেতৃত্বে এসআই শামিম রেজা সঙ্গীয় ফোর্সসহ তথ্য প্রযুক্তির সহায়তা এবং স্থানীয় সোর্সর মাধ্যমে সংবাদ পেয়ে অভিযান চালায় দর্শনা ঘুঘুডাঙ্গায়।


এ সময় পুলিশ চোর চক্রের হোতা শাহিন শরীফ(২৫)একই পাড়ার মৃত কাসেম শরীফের ছেলে সিজান শরীফ(২০)কে বাড়ি থেকে গ্রেফতার করে।পুলিশেন ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের স্বীকারক্তিতে অভিযান চালায় দর্শনা মোহাম্মদপুর ভাংড়ি ব্যাবসায়ী রফিকুল ইসলাম শিল্টুর দোকানে।পুলিশ ভাংড়ির দোকান তল্লাশী করে ১০টি সিলিং ফ্যানের বডি, ১৫ টি সিলিং ফ্যানের রড, ১৮টি স্টিলের পানির বেসিন এর পাইপ, ০২টি কোমডের ফ্লাশ পাইপ এবং ৩টি ফ্লাশ পাইপের ট্যাপ, লাল কালো রং এর কিছু বৈদ্যতি তার, ৬টি ক্যাপাসিটার কিছু তার ৬টি কয়েল বক্স, প্রতিটিতে ২টি করে ব্যয়ারিং,০৬টি সিলিং ফ্যানের কয়েল রিং, কয়েল বাধার তামা তার, ৪৫টি অফ হোয়াইট কালারের সিলিং ফ্যানের পাখা উদ্ধার করে।


এ ঘটনায় দর্শনা সরকারী কলেজের প্রাণিবিদ্যা বিভাগে কর্মরত প্রভাষক  আনোয়ারুল কবির বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়ের করে।এদিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার শাহা বলেন,দর্শনা ও আশপাশ এলাকায় চুরি রোধে অভিযান চলছে।


আরএক্স/