কয়রায় দ্বিতীয় ধাপের চাল পায়নি জেলে পরিবার


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১১:৫৯ পূর্বাহ্ন, ৩১শে আগস্ট ২০২৩


কয়রায় দ্বিতীয় ধাপের চাল পায়নি জেলে পরিবার
ফাইল ছবি

দেশের সর্ববৃহৎ মৎস্য উৎপাদন খাত সুন্দরবনের দোয়ার খুলছে আগামী ১ সেপ্টম্বর জানিয়েছে বন বিভাগ।  সুন্দরবন উপকূল অঞ্চলে বসবাস করে  ১০ লক্ষাদিক দরিদ্র জেলে পরিবার। 


প্রজন্ম সময় বলে গত তিন মাস জুন, জুলাই ও আগস্ট মাস পর্যন্ত সুন্দরবনের সকল ধরণের পাশ - পারমিট বন্ধ ছিলো। এ-ই বন্ধ সময় সুন্দরবনের উপর নির্ভরশীল হত দরিদ্র জেলে, বাওয়ালী, মহালী দের কে সরকারি সহযোগিতায় দুই ধাপে ৮৬ কেজি চাল দেওয়া হবে।


প্রথম ধাপের ৫৬কেজি চাল দেওয়া হয়েছে সুন্দরবনের বন্ধের  মেয়াদ শেষ হলেও দ্বিতীয় ধাপের চাল পায়নি জেলে পরিবার বলে অভিযোগ পাওয়া গেছে। 


বৃহস্পতিবার (৩১ আগস্ট) কয়রা উপজেলার সদর ইউনিয়নের ৫নং কয়রা গ্রামের জেলে রেজওয়ান, রফিকুল, গোলাম এ-র সাথে কথা হলে বলেন, সুন্দরবন বন্ধ থাকা কালীন সময় ৮৬ কেজি চাল দেওয়া কথা থাকলেও প্রথম ধাপের ৫৬ কেজি চাল পেয়েছি দ্বিতীয় ধাপের ৩০ কেজি চাল এখনো পাইনি। বিষয় টা নিয়ে আরও খোঁজ নিয়েছিলাম ৬নং কয়রা গ্রামের বেশ কয়েক জেলের কাছে বলেন প্রথম ধাপের চাউল পেয়েছি দ্বিতীয় ও শেষ ধাপের চাল পায়নি। তবে শুনেছি চাল দেবে কবে নাগাদ দেবে সেটা জানিনা।


তারা আরও বলেন, সুন্দরবন গত বছর ও বন্ধ হয়েছিলো তখন দুই বারে ৮৬ কেজি চাল দিয়ে ছিলো এবছর কেনো দিলোনা সেটা বলতে পারবোনা।


এবিষয় আলাপ কালে কয়রা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. আমিনুল হক বলেন স্থায়ী সমাধানের জন্য উর্ধতন কতৃপক্ষকে জানানো হয়েছে। তাঁরা যাচাই-বাছাই করে দেখে জানাবেন বলেও জানান তিনি।


জেবি/এসবি