শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শুনালো মাগুরা জেলা তথ্য অফিস


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৪৬ অপরাহ্ন, ৩১শে আগস্ট ২০২৩


শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শুনালো মাগুরা জেলা তথ্য অফিস
জাতীয় শোক দিবস। ছবি: জনবাণী

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে মাগুরা জেলা তথ্য অফিসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


বৃহস্পতিবার (৩১ আগস্ট) আবালপুর মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাগুরা পৌর মেয়র মোঃ খুরশীদ হায়দার টুটুল। অনুষ্ঠানের প্রধান আলোচক মুক্তিযুদ্ধ কালীন বিভিন্ন ইতিহাস তুলে ধরেন মাগুরা মুক্তিযুদ্ধকালীন গেরিলা কমান্ডার ও সাবেক জেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা এস এম আব্দুর রহমান।


অনুষ্ঠানে জেলা তথ্য অফিসার পাভেল দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  মাগুরা জেলা শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবীর,  মাগুরা জেলা নিরাপদ খাদ্য অফিসার মাগুরা মোঃ রিয়াজ মাহমুদ, আবালপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, ১ নং ওয়ার্ড কাউন্সিলর আসিফ আল আছাদ (মেলিন) প্রমুখ।


আলোচনা সভায় ১৫ আগস্ট নিহত সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা সভা শেষে শিক্ষার্থিদের মাঝে কুইজ প্রতিযোগিতায় উত্তীর্ণদের হাতে পুরস্কার তুলে দেন জেলা তথ্য অফিসার পাভেল দাস।


আরএক্স/