মাগুরায় WeCARE প্রকল্পে বদলে যাচ্ছে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৩৫ পিএম, ৭ই আগস্ট ২০২৫


মাগুরায় WeCARE প্রকল্পে বদলে যাচ্ছে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা
ছবি: প্রতিনিধি।

বাংলাদেশ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত WeCARE প্রকল্প মাগুরা জেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নতুন মাত্রা যোগ করেছে। টেকসই উন্নয়ন ও দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এই প্রকল্প বর্তমানে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জন্য একটি রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে।


চলমান কাজের অগ্রগতি সরেজমিনে দেখতে সম্প্রতি মাগুরা পরিদর্শনে আসেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (IMED) যুগ্ম সচিব এস এম তারিফ।পরিদর্শনকালে তাঁকে উষ্ণ অভিনন্দন জানান মাগুরা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আ ন ম ওয়াহিদুজ্জামান। তাঁরা মাগুরা সদর ও বিভিন্ন উপজেলায় WeCARE প্রকল্পের আওতায় বাস্তবায়িত গ্রামীণ সড়ক ও অবকাঠামো উন্নয়ন কাজ পরিদর্শন করেন। কাজের গুণগত মান ও সময়ানুবর্তিতা দেখে সন্তোষ প্রকাশ করেন যুগ্ম সচিব।


তিনি বলেন, WeCARE প্রকল্প এলজিইডির বাস্তবায়নে মাগুরায় যে অগ্রগতি ও মান বজায় রাখা হয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এই ধরনের প্রকল্প স্থানীয় জনগণের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। WeCARE প্রকল্পের লক্ষ্য ও কার্যক্রম।বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত এই প্রকল্পের মূল লক্ষ্য হলো দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অর্থনৈতিক করিডোর গড়ে তোলা এবং গ্রামীণ জনগণের সঙ্গে মূল সড়ক সংযোগ স্থাপন করে পণ্য পরিবহন সহজ করা। মাগুরায় ইতোমধ্যে শতাধিক কিলোমিটার রাস্তা পুনর্নির্মাণ ও সংস্কার করা হয়েছে। নতুন নতুন কালভার্ট ও ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের ফলে বন্যা বা অতিবৃষ্টির সময়ও রাস্তা চলাচল উপযোগী থাকছে।


এলজিইডির নির্বাহী প্রকৌশলী আ ন ম ওয়াহিদুজ্জামান বলেন, “এই প্রকল্প শুধু রাস্তা নয়, মানুষের জীবন ও জীবিকায় ইতিবাচক প্রভাব ফেলছে। আমরা চেষ্টা করছি নির্ভুল প্রকৌশল দিয়ে জনগণের আস্থা অর্জন করতে।”


জনগণের মুখে উন্নয়নের প্রশংসা, WeCARE প্রকল্পের বাস্তবায়নে সবচেয়ে উপকৃত হচ্ছেন কৃষক, শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী ও রোগীরা। সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের কৃষক আজিজুল হক বলেন, “আগে বর্ষা হলে রাস্তা চলার উপযোগী থাকতো না। এখন পাকা রাস্তায় সহজেই পণ্য বাজারে নিয়ে যেতে পারছি। একই এলাকার স্কুলশিক্ষার্থী লিজা খাতুন জানায়, বৃষ্টির দিনে স্কুলে যাওয়া কঠিন ছিল, এখন সড়ক উন্নয়নের ফলে আর কাদা-পানিতে হাঁটতে হয় না। শালিখা উপজেলার বাসিন্দা রিকশাচালক মোস্তফা বলেন, রাস্তা ভালো হইছে, এখন বেশি যাত্রী পাই। আয় বাড়ছে।


নির্ভরযোগ্য নেতৃত্ব ও সাহসী প্রকৌশল, জেলা পর্যায়ে সরকারি প্রকল্প বাস্তবায়নে যেমন প্রযুক্তিগত জটিলতা থাকে, তেমনি সামাজিক ও রাজনৈতিক চাপও থাকে ব্যাপক। তবে মাগুরায় এলজিইডির প্রকৌশলীরা সেই সব চ্যালেঞ্জ পেরিয়ে দৃঢ় মনোবল নিয়ে কাজ করে যাচ্ছেন। নির্বাহী প্রকৌশলী আ ন ম ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে মাগুরার এলজিইডি টিম দায়িত্বশীলতা ও সাহসিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।


পরিদর্শনকালে এক এলজিইডি কর্মকর্তা বলেন, আমরা জানি এই প্রকল্প মানুষের জীবন পাল্টে দিচ্ছে। তাই প্রতিটি ইট স্থাপনের সময়েও আমরা দায়িত্ববোধ নিয়ে কাজ করি। WeCARE প্রকল্পের মাধ্যমে মাগুরার প্রত্যন্ত অঞ্চলগুলোর সঙ্গে জেলার মূল যোগাযোগ ব্যবস্থা সংযুক্ত হচ্ছে। বাড়ছে কৃষিপণ্য পরিবহন, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় মানুষের প্রবেশাধিকার। সরকারের ভিশন- বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে এমন কার্যকর ও মানবিক প্রকল্পগুলোই উন্নয়নের চালিকা শক্তি।এলজিইডির নির্ভরযোগ্য প্রকৌশলীদের পেশাদারিত্ব, সাহসিকতা ও জনগণের প্রতি দায়বদ্ধতাই আজকের সাফল্যের মূল ভিত্তি। মাগুরায় WeCARE প্রকল্প তাই শুধু একটি অবকাঠামোগত উন্নয়ন নয়, এটি এক নবজাগরণ – যেখানে প্রকৌশল আর জনগণের চাহিদা এক সুতোয় গাঁথা।


এসডি/