শৈলকূপায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ১
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:১৯ অপরাহ্ন, ২৯শে জুলাই ২০২৫

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জামসহ একজনকে আটক করেছে যৌথ বাহিনী।
সোমবার (২৮ জুলাই) গভীর রাতে উপজেলার ২ নম্বর মির্জাপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে রফিকুল ইসলাম (৩৮) নামের এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তার ঘর থেকে দেশীয় তৈরি দুটি পিস্তল, একটি পিস্তলের ব্যারেলসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।
আটক রফিকুল ইসলাম দেবীনগর গ্রামের মৃত মাকসুদ আলীর ছেলে। অভিযানের পর রাতেই তাকে শৈলকূপা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, “সেনাবাহিনীর দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা যৌথভাবে অভিযান পরিচালনা করি। রফিকুল ইসলামকে অস্ত্রসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।”
এদিকে ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকে এমন গোপন অস্ত্র তৈরির কারখানা গ্রামে থাকার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
আরএক্স/