Logo

৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু

profile picture
জনবাণী ডেস্ক
৩ সেপ্টেম্বর, ২০২৩, ২০:৩৭
32Shares
৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু
ছবি: সংগৃহীত

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৯ হাজার ৮৪১ জন মৌখিক পরীক্ষা দেবেন।

বিজ্ঞাপন

৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয়েছে। রবিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ঢাকার শেরেবাংলা নগরে কমিশনের প্রধান কার্যালয়ে এ পরীক্ষা শুরু হয়। 

তথ্য অনুসারে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৯ হাজার ৮৪১ জন মৌখিক পরীক্ষা দেবেন। প্রতিদিন ১৮০ প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন। প্রথম পর্বের মৌখিক পরীক্ষা আগামী ১২ অক্টোবর শেষ হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি পিএসসির ওয়েবসাইটে (https://bpsc.gov.bd) পাওয়া যাবে।

বিজ্ঞাপন

এদিকে, পরীক্ষা চলাকালে প্রার্থীকে নির্দিষ্ট তারিখ ও সময়ে উপস্থিত হতে হবে। পরীক্ষা চলাকালে প্রার্থী কমিশন চত্বর এমনকি ক্যানটিনেও কোনো কর্মকর্তা বা কর্মচারীর সঙ্গে দেখা করতে পাবে না। পরীক্ষার দিন কোনোভাবেই মুঠোফোন বা কোনো যন্ত্র নিয়ে কমিশনে প্রবেশ করা যাবে না। প্রিলিমিনারির সময় দেওয়া ছবি সংবলিত প্রবেশপত্র আনতে হবে।

বিজ্ঞাপন

৪৩তম বিসিএসের বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গেল বছরের ২০ জানুয়ারি পরীক্ষার ফলাফলে ১৫ হাজার ২২৯ প্রার্থী উত্তীর্ণ হন।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD