Logo

১৭তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ

profile picture
জনবাণী ডেস্ক
৩১ আগস্ট, ২০২৩, ২০:৩৭
43Shares
১৭তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ
ছবি: সংগৃহীত

বুধবার রাতেই পরীক্ষার ফল প্রস্তুত করে টেলিটককে পাঠিয়েছে এনটিআরসিএ।

বিজ্ঞাপন

১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। লিখিত পরীক্ষায় ২৬ হাজারের বেশি প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। 

বুধবার (৩০ আগস্ট) গভীর রাতে  ফল প্রকাশের বিষয়টি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

বিজ্ঞাপন

জানা গেছে, বুধবার রাতেই পরীক্ষার ফল প্রস্তুত করে টেলিটককে পাঠিয়েছে এনটিআরসিএ।  উত্তীর্ণ প্রার্থীদে ফোনে এসএমএস পাঠানো হচ্ছে।

বিজ্ঞাপন

উত্তীর্থ প্রার্থীরা এই http://ntrca.teletalk.com.bd/result/ লিংকে গিয়ে ফলাফল দেখতে পারবেন। প্রার্থীরা নির্ধারিত স্থানে রোল নম্বর ও পরীক্ষা নির্বাচন করে তাদের ফলাফল জানতে পারবেন।

বিজ্ঞাপন

এর আগে গেল ৫ ও ৬ মে ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ১ লাখ ৪ হাজারের বেশি চাকরিপ্রার্থী অংশ নেন। এর আগে বিজ্ঞপ্তি প্রকাশের ৩৪ মাস পর গত ৩০ ও ৩১ ডিসেম্বর প্রিলিমিনারি পরীক্ষার আয়োজন করে এনটিআরসিএ।

বিজ্ঞাপন

স্কুল-২ পর্যায়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৫ হাজার ৩৭৯ জন, স্কুল পর্যায়ে ৬২ হাজার ৮৬৪ জন এবং কলেজ পর্যায়ে ৭৩ হাজার ১৯৩ জনসহ মোট ১ লাখ ৫১ হাজার ৪৩৬ জন। তার মধ্যে পরীক্ষায় অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১,০৪,৮২৫ জন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD