Logo

আবারও বাড়লো এলপিজি গ্যাসের দাম

profile picture
জনবাণী ডেস্ক
৪ সেপ্টেম্বর, ২০২৩, ০১:৫৪
23Shares
আবারও বাড়লো এলপিজি গ্যাসের দাম
ছবি: সংগৃহীত

নতুন দাম আজ রবিয়াব্র সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

বিজ্ঞাপন

ভোক্তা পর্যায়ে আবারও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম বেড়েছে।  সেপ্টেম্বর মাসের জন্য ভোক্তা পর্যায়ে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১৪৪ টাকা বেড়ে এক হাজার ২৮৪ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।  যা এতদিন এক হাজার ১৪০ টাকায় বিক্রি হয়ে আসছিল।

রবিবার (৩ সেপ্টেম্বর) বিইআরসি হলরুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দর ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান মো. নূরুল আমিন। 

বিজ্ঞাপন

এ ছাড়া ১৫ কেজি সিলিন্ডার এক হাজার ৬০৫ টাকা, ১৬ কেজি এক হাজার ৭১২ টাকা, ১৮ কেজি এক হাজার ৯২৬ টাকা, ২০ কেজি দুই হাজার ১৪০ টাকা, ২২ কেজি দুই হাজার ৩৫৫ টাকা, ২৫ কেজি দুই হাজার ৬৭৫ টাকা, ৩০ কেজি তিন হাজার ২১০ টাকা, ৩৩ কেজি তিন হাজার ৫৩১ টাকা, ৩৫ কেজি তিন হাজার ৭৩৪ টাকা এবং ৪৫ কেজি চার হাজার ৮১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

নতুন দাম আজ রবিয়াব্র সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে, গেল মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৪১ টাকা বাড়িয়ে ১১৪০ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা জুলাইয়ে ছিল ৯৯৯ টাকা।

উল্লেখ্য, ২০২১ সালের ১২ এপ্রিলের আগ পর্যন্ত এলপিজির দর ছিল কোম্পানিগুলোর ইচ্ছাধীন। তবে ১২ এপ্রিল থেকে প্রতি মাসে এলপিজির দর ঘোষণা করে আসছে বিইআরসি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD