Logo

শ্যামপুরে ২৮ কোটি টাকার সরকারি জমি উদ্ধার

profile picture
জনবাণী ডেস্ক
৪ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:৩৯
33Shares
শ্যামপুরে ২৮ কোটি টাকার সরকারি জমি উদ্ধার
ছবি: সংগৃহীত

উদ্ধার অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসান।

বিজ্ঞাপন

ঢাকার শ্যামপুরে প্রায় ২৮ কোটি টাকার সরকারি জমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন। 

রবিবার (২ সেপ্টেম্বর) ঢাকার জেলা প্রশাসক আনিসুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শিবলী সাদিকের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

অভিযানে মতিঝিল রাজস্ব সার্কেলের আওতাধীন দনিয়া ভূমি অফিসের অন্তর্গত কদমতলী মৌজার শ্যামপুর বড়ইতলায় (বড়ইতলা রেলগেটের পাশে) সিটি ১নং খাস খতিয়ানের ৭৫৬ ও ৭৫৭ দাগে মোট ৬৩.০৪ শতাংশের এই জমি উদ্ধার করা হয়। উদ্ধার করা জমির আনুমানিক বাজার মূল্য ২৮ কোটি টাকা। 

বিজ্ঞাপন

উদ্ধার অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসান।

অভিযানে উপস্থিত ছিলেন মিরপুর সার্ভেয়ার, দনিয়া ভূমি অফিসের ভূমি উপসহকারী কর্মকর্তা-কর্মচারী, অবৈধ দখলে থাকা একটি পরিবারের সদস্যসহ স্থানীয় লোকজন।

বিজ্ঞাপন

এ সময় খাসজমি উদ্ধার করে ঢাকার জেলা প্রশাসনের পক্ষে সরকারি দখল সংক্রান্ত সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়। সরকারি খাসজমি রক্ষায় জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD