রাজধানীর যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না আজ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:৪২ পূর্বাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৩
রাজধানী ও আশপাশের বেশকিছু এলাকায় পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আজ শনিবার (৯ সেপ্টেম্বর) ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
আরও পড়ুন: লকার থেকে স্বর্ণ উধাও: মামলার তদন্তে ডিবি পুলিশ
বিজ্ঞপ্তিতে হয়েছে, “গ্রাহকসহ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, সোনারগাঁও জনপদ রেলক্রসিং এলাকায় পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আজ সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা সমগ্র উত্তরখান, দক্ষিণখান, উত্তরা ৬ নম্বর সেক্টর ও উত্তরা ৮ নম্বর সেক্টরে বিদ্যমান সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া উত্তরা দুই নম্বর সেক্টর ও উত্তরা ৪ নম্বর সেক্টরে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে উল্লেখ করা হয়েছে।”
আরও পড়ুন: কাল ৪ ঘণ্টা চুলা জ্বলবে না যেসব এলাকায়
একসঙ্গে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।
জেবি/এসবি