দর্শনায় ফেনসিডিলসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৩৩ পিএম, ১২ই সেপ্টেম্বর ২০২৩


দর্শনায় ফেনসিডিলসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার
মাদক ব্যাবসায়ী আক্তারুল ইসলাম

চুয়াডাঙ্গার দর্শনায় ৫২ বোতল ভারতীয় ফেনসিডিলসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে দর্শনা থানা পুলিশ। 


গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী দর্শনা পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া দক্ষিন পাড়ার আ. রবের ছেলে আক্তারুল ইসলাম (৪৫)। 


পুলিশ জানায়, সোমবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২ টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার শাহার নেতৃত্বে অভিযান চালায় ছয়ঘরিয়া গ্রামে।


এ সময় দর্শনা থানার এস আই শামিম রেজা এএসআই মামুনুর রহমান, এএসআই শেখ আবু হানিফ গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে সীমান্তবর্তী ছয়ঘরিয়া গ্রামের আক্তারুল ইসলামের বসত বাড়ীর রান্না ঘরের ভিতর থেকে প্লাষ্টিকে মোড়ানো ৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করে।


এ ঘটনায় এস আই শামীম  বাদী হয়ে আক্তারুল ইসলামের বিরুদ্ধে ১৯৭৪ সালের মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা কোর্ট হাজতে প্রেরণ করেছে।


আরএক্স/