পটুয়াখালীর দুমকিতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ৩০


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


পটুয়াখালীর দুমকিতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ৩০

পটুয়াখালীর দুমকিতে আওয়ামীলীগ-বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সময় বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালানো হয়।  ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পুলিশসহ উভয় পক্ষের অন্তত ৩০ নেতাকর্মী আহত হয়েছেন। 

আজ শনিবার ( মার্চ) সকাল সাড়ে ১০টায় গ্রামীণ ব্যাংক সড়কে বিএনপি কার্যালয়ের সামনে হামলার ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির পূর্বনির্ধারিত বিক্ষোভ সমাবেশ সফল করতে শতাধিক নেতাকর্মী দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। একই সময় সারাদেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে যুবলীগের একটি বিক্ষোভ মিছিল ওই এলাকা অতিক্রমকালে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটে।

যুবলীগের নেতাকর্মীরা বিএনপি কার্যালয় ঢুকে আসবাবপত্র চেয়ার-টেবিল ভাঙচুর করে। দুই পক্ষের সহিংসতায় পুলিশসহ অন্তত ১৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে উপজেলা বিএনপির আহ্বায়ক খলিলুর রহমান, যুগ্ম আহ্বায়ক জাহিদ হাওলাদার, ফারুক হাওলাদার, যুবদলের সদস্য সচিব রিপন শরীফ<