দূর্নীতিবাজ ব্যাংক ম্যানেজারকে বাঁচাতে মরিয়া তদন্ত কর্মকর্তারা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
রাজশাহীর আলিয়া একজন নারী শ্রমিক। তিনি নগরীর ডাশমারী এলাকার ইসাহাক আলীর মেয়ে। সেই আলিয়ার ছবি ও ভোটার আইডি ব্যবহার করে তার অনুপস্থিতিতে সোনালী ব্যাংক সেনানিবাস শাখায় ২০১৯ সালে তার নামে খোলা হয়েছে একটি ব্যাংক হিসাব। যার হিসাব নম্বর-৪৬২২৭০১০১০৫৫৪।
তৎকালীন
সোনালী ব্যাংক সেনানিবাস শাখায় কর্মরত ব্যাংক ম্যানেজার কাজী আসিফা শারমিন
হিসাব খুলে দিয়েছেন নিজের
রেফারেন্সে। তিনি প্রতারক চক্রের
সাথে হাত মিলিয়ে ব্যাংক
হিসাব খুলে প্রতারণায় সহায়তা
করেছে বলে অভিযোগ পাওয়া
গেছে। আলিয়ার সাথে প্রতারণা করতে
মোহনপুর গার্লস কলেজের প্রভাষক মাহবুবা খাতুন ছবি ও তার
স্বামী ওবায়দুল রহমান লিটন ব্যাংক ম্যানেজার
কাজী আসিফা শারমিনকে অনৈতিক সুবিধা দিয়ে ম্যানেজ করে
স্বামী স্ত্রী পরিচয়ে আলিয়ার নামে একটি ব্যাংক
হিসাব খোলেন। হিসাবটি খোলার ২ বছর পর
প্রতারক চক্র ইদ্রিস আলী
নামের এক ব্যক্তিকে আলিয়ার
নামে খোলা ভূয়া হিসাবের
চেক দিয়ে তাতে ৬
লাখ