পঞ্চগড়ে বেড়েছে রসুনের আবাদ দাম পাওয়ার স্বপ্ন কৃষকের


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


পঞ্চগড়ে বেড়েছে রসুনের আবাদ দাম পাওয়ার স্বপ্ন কৃষকের

পঞ্চগড়ে রসুনের আবাদ বেড়েছে। দাম পাওয়ার স্বপ্ন দেখছে এখানকার কৃষক। আর মাস খানেক পর পঞ্চগড়ের বিভিন্ন উপজেলায় রসুনের ক্ষেত থেকে রসুন তুলতে পারবে কৃষকরা এমনটা আশা করছেন তারা।  কেউ কেউ বানিজ্যিক ভাবে রসুনের আবাদ করে সফল হয়েছেন। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়এবছর ৮৪৫ হেক্টর জমিতে রসুন চাষ হয়েছে।গত বছর ছির ৮৪১ হেক্টর। একে বলা হয় বারি-১। অধিকাংশ স্থানিয় জাত।

পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের দলুয়া এলাকায় বিমল মাস্টারের জমিতে দেখা যায় রসুনের গাছ। সবুজে ভরে উঠেছে তার আবাদ করা রসুন ক্ষেত।

সদর উপজেলার দাড়িয়াপাড়া চারমাইলে তহিদুল ইসলাম তিন একর জমিতে রসুনের আবাদ করেছেন। তার ভাই আজাহার আলী জানান তিনিও খাবার জন্য সামান্য জমিতে রসুন আবাদ করেছেন। তারা জানান একরে দেড় লাখ টাকা খরচ হয়। তাদের মতে, একরে দেড় মন করে রসুন উৎপাদন হয়ে থাকে।

একই এলাকার 

' ); }

বিজ্ঞাপন

পাঠকপ্রিয়