খাল খননে সুফল পাচ্ছে চলনবিলের কৃষকরা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
নাটোরের
সিংড়ায় খাল খনন ও
লো লিফট পাম্প (এলএলপি)
ব্যবহার করে সুফল পাচ্ছে
চলনবিলের কৃষকরা। পানাসি প্রকল্পের মাধ্যমে ইতোমধ্যে ৮২কিলোমিটার খাল খনন করা
হয়েছে। এতে করে বর্ষা
মৌসুমে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি সেচ সুবিধার আওতায়
এসেছে ফসলি জমি।
বিএডিসি অফিস জানায়, চলনবিল অঞ্চলে সার্ভে অনুযায়ী মোট ২০০কিলোমিটার খাল রয়েছে। এরমধ্যে ২০২০-২১ অর্থ বছরে ৫কোটি ৪৪লাখ টাকা খরচ করে ১১টি খালের ৬৪কিলোমিটার খাল খনন করা হয়েছে। এতে করে সেচের আওতায় এসেছে ৬হাজার হেক্টর জমি।
এছাড়া ২০২১-২২ অর্থবছরে ১কোটি ৬৫লাখ টাকা ব্যায়ে মোট ১৮কিলোমিটার খাল পুন:খনন কাজ চলমান রয়েছে। এছাড়া এই অর্থবছরে আরও মোট ৯৪কিলোমিটার খাল পুন:খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বিএডিসি। এই খাল খনন হলে চলনবিলে ১২হাজার ৮৫০ হেক্টর জমির জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি ভু-উপরিস্ত পানি ব্যবহার করে সেচের আওতায় আসবে ১০হাজার হেক্টর জমি।