নাহিদ ইসলামকে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন শহীদ পরিবারের সদস্যরা


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:১৫ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৫


নাহিদ ইসলামকে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন শহীদ পরিবারের সদস্যরা
ছবি: সংগৃহীত

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। 


শনিবার (৫ জুলাই) সকাল ১০টায় বগুড়া শহরের পর্যটন মোটেলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


শহীদ পরিবারের সদস্যরা নাহিদ ইসলামকে সামনে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং অনেকেই কান্নায় ভেঙে পড়েন। তারা দ্রুত বিচার ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান।


আলাপচারিতায় নাহিদ ইসলাম বলেন, “জুলাই সনদের মাধ্যমে শহীদদের মর্যাদা নিশ্চিত করা হবে। যারা গুলি চালিয়েছে, তাদের বিচারের আওতায় আনা হবে।”


তিনি আরও জানান, ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত শহীদদের শ্রদ্ধা জানিয়ে কর্মসূচি পালন করা হবে। সব সরকারেরই দায়িত্ব শহীদ পরিবারগুলোর মর্যাদা নিশ্চিত করা।


সাক্ষাৎ শেষে এনসিপির কেন্দ্রীয় নেতারা বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সাতমাথা পর্যন্ত পদযাত্রা করেন।


আরএক্স/