ভাঙ্গায় মহাসড়ক অবরোধ প্রত্যাহার
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:২৩ পিএম, ৫ই সেপ্টেম্বর ২০২৫

ফরিদপুরের ভাঙ্গায় আসন বিন্যাস পরিবর্তনের প্রতিবাদে প্রায় চার ঘণ্টা মহাসড়ক অবরোধের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে আন্দোলনকারীরা অবরোধ তুলে নিয়েছেন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে আলগী ও হামিদী ইউনিয়নকে ফরিদপুর-৪ থেকে ফরিদপুর-২ আসনে যুক্ত করার প্রস্তাবের বিরোধিতা করে ভাঙ্গার স্থানীয়রা ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন।
আরও পড়ুন: ফরিদপুরে দুই মহাসড়ক অবরোধ, সকাল থেকে যান চলাচল বন্ধ
দুপুরে ইউএনও মো. মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে ভাঙ্গাবাসীর দাবির প্রতি সমর্থন জানিয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দেন। এর পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীরা দুপুর সোয়া ১২টার দিকে অবরোধ প্রত্যাহার করেন।
আরও পড়ুন: গ্যাস লিকেজ থেকে আগুন, শিশুসহ একই পরিবারের দগ্ধ ৫
আন্দোলনকারীরা জানিয়েছেন, তারা তিন দিনের সময়সীমা দিয়েছেন। আগামী মঙ্গলবারের মধ্যে দাবি মানা না হলে আবারও কর্মসূচিতে নামবেন।
পুলিশ জানায়, অবরোধ চলাকালে সড়কে যান চলাচল বন্ধ থাকলেও কোনো ধরনের সহিংসতা হয়নি।
আরএক্স/