শরীয়তপুরে বনজ, ফলদ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৫২ পিএম, ৪ঠা সেপ্টেম্বর ২০২৫


শরীয়তপুরে বনজ, ফলদ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
ছবি: প্রতিনিধি

পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন কর্মসূচি জোরদারের অংশ হিসেবে শরীয়তপুরে শুরু হয়েছে ‘বনজ, ফলদ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫’। জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন শরীয়তপুরের জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম।


বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে জেলা শরীয়তপুর সদরের আটং-বুড়িরহাট সড়কে এ বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “ বৃক্ষরোপণের মাধ্যমে শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা নয়, বরং অর্থনৈতিকভাবেও জনগণ উপকৃত হবে। বনজ, ফলদ ও ঔষধি গাছ রোপণ আমাদের খাদ্য ও ওষুধের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”


অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো: নজরুল ইসলাম। তিনি বলেন, “প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ লাগায় ও পরিচর্যা করে, তবে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্ম একটি সুন্দর প্রকৃতি উপহার পাবে।”


আরও পড়ুনঋণের চাপে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন শিক্ষক


কর্মসূচির আওতায় শরীয়তপুর জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক-মহাসড়ক, সরকারি দপ্তর ও গ্রামীণ জনপদে ১ লাখ বনজ, ফলদ ও ঔষধি গাছ রোপণের উদ্যোগ নিয়েছে জেলা পরিষদ । 


এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 


প্রতি বছর মৌসুমি বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে শরীয়তপুরকে সবুজ ও পরিবেশবান্ধব জেলায় রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করছে জেলা পরিষদ।


এসএ/