গাজীপুরে কাঁচাবাজারে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৪ এএম, ৪ঠা সেপ্টেম্বর ২০২৫

গাজীপুরের চান্দনা চৌরাস্তা মুদিখানা মার্কেটের কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: ক্ষমতার লোভে একের পর এক ভুয়া ভোট করেছিল আওয়ামী লীগ: ড. মঈন খান
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, ভোগরা ফায়ার সার্ভিসের তিনটি ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
এএস
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

শরীয়তপুরে বনজ, ফলদ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ক্ষমতার লোভে একের পর এক ভুয়া ভোট করেছিল আওয়ামী লীগ: ড. মঈন খান

ক্ষমতায় টিকে থাকতে ভুয়া ভোট আয়োজন করেছে আ.লীগ: ড. মঈন খান

৫০ বছর পর বেদখলে থাকা ৪ একর জমি বুঝে পেল কোটালীপাড়া থানা পুলিশ
