পানি সংকটে পাথরঘাটা পৌরবাসী


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:৩৬ পিএম, ৫ই সেপ্টেম্বর ২০২৫


পানি সংকটে পাথরঘাটা পৌরবাসী
ছবি: প্রতিনিধি

দীর্ঘদিন ধরে পানি সংকটে ভুগছে বরগুনার পাথরঘাটা পৌরবাসী। নিয়মিত পানি না পাওয়ার প্রতিবাদে ও পানি সরবরাহের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।


গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পাথরঘাটা শহরের আবু সাঈদ চত্বরে নাগরিক সমাজের ব্যানারে নিয়মিত পানি সরবরাহের দাবিতে মানববন্ধন করেন পৌরসভার কয়েক শতাধিক নাগরিকরা। 


মানববন্ধনের নাগরিকরা অভিযোগ করে বলেন, পৌরসভার দীর্ঘদিন ধরে নিয়মিত পানি সরবরাহ করছেনা। তারা প্রতি মাসে একটি বিল কাগজ ধরিয়ে দিচ্ছে। তাদের অভিযোগ তার নিয়মিত ট্যাক্স পরিশোধ করলেও পৌরসভা থেকে নাগরিক সেবা পাচ্ছেন না। তারা বলেন, নিয়মিত পানি সরবরাহের সমস্যা দ্রুত সময়ের মধ্যে নিরসন না করলে নাগরিকদের নিয়ে পৌরসভা কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারী দেন।


আরও পড়ুন: যুক্তরাষ্ট্র থেকে আরও ৩০ বাংলাদেশি ফেরত এলো


উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান সাহেদ বলেন, নাগরিক সেবার মধ্যে পানিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অথচ পৌরসভার নাগরিকরা দীর্ঘদিন ধরে নিয়মিত পানি পাচ্ছে না। আমরা পৌরসভার প্রশাসককে বারবার জানালেও কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। যদি নিয়মিত পানি সরবরাহ না করা হয় নাগরিকদের নিয়ে আমরা পৌরসভা কার্যালয় ঘেরাও করতে বাধ্য হব।


এ বিষয়ে পাথরঘাটা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, পৌরসভার পানি উৎপাদনের জন্য আমাদের ৬টি পাম্প রয়েছে, এরমধ্যে দুইটি পাম্প নষ্ট। বিদ্যুৎ সংকট ও বিদ্যুতের ভোল্টেজ কম থাকার কারণে পানি উৎপাদন কম হওয়ায় এ সংকট দেখা দিয়েছে। সংকট নিরসনে ইতিমধ্যে দুটি পাম্প নির্মাণের কাজ শুরু করা হয়েছে। এটি নির্মাণ শেষ হলে আশা করি পানির সমস্যা আর থাকবে না।


তিনি আরও বলেন, পৌরসভার নাগরিকদের জন্য নদীর পানি পরিশোধন করে সরবরাহের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিষয়ে মন্ত্রণালয়কে জানানো হয়েছে।


এসএ/