২২ দিনে রেমিট্যান্স এলো ১১ হাজার ৫৫১ কোটি টাকা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:০৭ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৩


২২ দিনে রেমিট্যান্স এলো ১১ হাজার ৫৫১ কোটি টাকা
ফাইল ছবি

চলতি সেপ্টেম্বরের প্রথম ২২ দিনে রেমিট্যান্স এলো ১০৫ কোটি ৪৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ১১ হাজার ৫৫১ কোটি টাকা (প্রতি ডলার ১০৯ টাকা ৫০ পয়সা হিসেব ধরে)।


রবিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সেপ্টেম্বরের ২২দিনে গড়ে দৈনিক দেশে এসেছে ৪ কোটি ৭৯ লাখ ৫২ হাজার মার্কিন ডলার প্রবাসী আয়।


আরও পড়ুন: রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক


তথ্য পর্যালোচনায় দেখা যায়, এ মাসের ২২ দিনে যে পরিমাণ প্রবাসী আয় দেশে এসেছে এরমধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৯ কোটি ১১ লাখ ৩০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ২ কোটি ৯৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।


আরও পড়ুন: এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এখন এনআরবিসি ব্যাংক পিএলসি


এছাড়া বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৯২ কোটি ৯৮ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।


জেবি/এসবি