Logo

ভারতের সড়ক দুর্ঘটনায় নিহত ৫

profile picture
জনবাণী ডেস্ক
২৫ সেপ্টেম্বর, ২০২৩, ২২:৩৭
54Shares
ভারতের সড়ক দুর্ঘটনায় নিহত ৫
ছবি: সংগৃহীত

স্থানীদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

ভারতের রাজস্থানের দৌসা জেলার মাহওয়া থানার অন্তগর্ত বারিতাকি গ্রামের সন্নিকটে একটি দ্রুতগামী রোডওয়েজ বাস একটি টেম্পোকে সজোরে ধাক্কা দিয়ে রাস্তার পাশের পথচারীদের ধাক্কা দেয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলে ৫জন নিহত ও ৬ জন আহত হয়েছে। 

রবিবার (২৪ সেপ্টেম্বর ) সকাল ১১ টা ৩০ মিনিটে করৌলি রাজ‍্য সড়কে দুর্ঘটনাটি সংগঠিত হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বাসের চালক পলাতক।

বিজ্ঞাপন

মাহওয়ার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র সিং জানিয়েছেন, বারিতাকি গ্রামের কাছে বাসটি একটি টেম্পোকে ধাক্কা দেয়। এরপর ওই রাস্তা পাশ দিয়ে যাওয়া পথচারীদের ও ধাক্কা দেয়। যাত্রীবাহী টেম্পোটি হিন্দাউন কারৌলি থেকে  আসছিল। বাসটি মাহওয়া থেকে আসছিল। দুর্ঘটনায় বিহার- মধ‍্যপ্রদেশের  ৬ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৩ জনকে জয়পুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য পাঠানো হয়েছে।

এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমেছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD