Logo

শেখ হাসিনার রায় নিয়ে যে প্রতিক্রিয়া জানাল পাকিস্তান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২২ নভেম্বর, ২০২৫, ১৪:২৭
55Shares
শেখ হাসিনার রায় নিয়ে যে প্রতিক্রিয়া জানাল পাকিস্তান
ছবি: সংগৃহীত

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডাদেশের পর পাকিস্তান ও ভারত প্রতিক্রিয়া জানিয়েছে।

বিজ্ঞাপন

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি শুক্রবার (২১ নভেম্বর) সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, বাংলাদেশে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায় বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের জনগণ তাদের নিজস্ব সাংবিধানিক ও গণতান্ত্রিক কাঠামোর মধ্য দিয়েই এ ধরনের বিষয় মোকাবিলা করতে সক্ষম। পাকিস্তান রায়ের প্রতি কোনো বৈদেশিক হস্তক্ষেপের আশঙ্কা প্রকাশ করেনি।

বিজ্ঞাপন

অন্যদিকে, ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী রায়কে বিতর্কিত ও বিস্ফোরক হিসেবে উল্লেখ করে বলেন, এটি পাকিস্তানের নির্দেশে করা হয়েছে এবং বাস্তবায়িত হবে না। শেখ হাসিনা প্রগতিশীল নেতা এবং চরমপন্থির সঙ্গে যুক্ত ছিলেন না।

ভারতের প্রতিক্রিয়াও এসেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায়ের বিষয়ে ভারত সচেতন।

বিবৃতিতে বলা হয়েছে, নিকটতম প্রতিবেশী হিসেবে আমরা বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, যার মধ্যে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা অন্তর্ভুক্ত। আমরা সর্বদা সব অংশীদারের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব।

বিজ্ঞাপন

এর আগে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল জুলাই মাসে গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার দুই নম্বর অভিযোগে মৃত্যুদণ্ড দেন। এক নম্বর অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানেরও ফাঁসির আদেশ দেন আদালত।

এছাড়া, রাজসাক্ষী হয়ে সত্য উন্মোচনে সহায়তা করায় সাবেক আইজিপি চৌধুরী মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করা হয়।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD