মামদানিকে প্রশংসায় ভাসালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার প্রশংসায় ভাসালেন নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানিকে। হোয়াইট হাউসের ওভাল অফিসে শুক্রবারের বৈঠকের পর ট্রাম্প বলেন, “আমার দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে।
বিজ্ঞাপন
এখন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, মামদানি নিউইয়র্কের মেয়র হিসেবে দারুণ কাজ করবেন। এমনকি অনেক রক্ষণশীলকেও তিনি তার পারফরম্যান্স দিয়ে চমকে দেবেন।”
গত ৫ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে মোট ভোটের ৫০ শতাংশ পেয়ে জয় নিশ্চিত করেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি। আগামী ১ জানুয়ারি শপথ নিলে ৩৪ বছর বয়সী এই তরুণ হবেন, নিউইয়র্কের ইতিহাসে সবচেয়ে কম বয়সী মেয়র, এবং শহরের প্রথম মুসলিম মেয়র।
বিজ্ঞাপন
নির্বাচনের সময় মামদানির বিরুদ্ধে তীব্র অবস্থান নিয়েছিলেন ট্রাম্প। তিনি তাকে ‘কমিউনিস্ট উন্মাদ’ বলেও আখ্যা দিয়েছিলেন এবং নির্বাচিত হলে নিউইয়র্কের উন্নয়ন তহবিল আটকে দেওয়ার হুমকি দেন। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস-এর তথ্য অনুযায়ী, মামদানিকে হারাতে রিপাবলিকান পার্টি ও ট্রাম্প প্রশাসন একত্রে প্রচারে ব্যয় করে ২৪০ কোটি ডলার।
তবে শুক্রবারের বৈঠকের পর ট্রাম্পের সুর একেবারেই অন্যরকম। তিনি বলেন, “আমরা অনেক ইস্যুতে একমত হয়েছি, যা আমার প্রত্যাশার চেয়েও বেশি। আমাদের দু’জনেরই নিউইয়র্ককে গভীরভাবে ভালোবাসা—এটাই সবচেয়ে বড় কমন।”
বিজ্ঞাপন
বৈঠক শেষে সাংবাদিকদের মামদানি বলেন, “নিউইয়র্ক সিটির মানুষকে ঘিরে বিভিন্ন সমস্যা ও উন্নয়ন নিয়ে আলোচনা করেছি। এটি ছিল ফলপ্রসূ, শ্রদ্ধাপূর্ণ ও ইতিবাচক একটি বৈঠক।”
সূত্র : আরটি








