ছয় পরিবারে পেল সেলাই মেশিন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ছাইল্যেছোর রিজার্ভ পাড়ার বাসিন্দা মানু মারমা। স্বামী অংচাক্রই মারমা দিনমজুর। কখনো কাজ পান আবার কখনো কাজের অভাবে থাকতে হয় না খেয়ে। এই দম্পতির তিন সন্তান।
তাঁদের
স্বপ্ন মানুষ হবে এই সন্তানগুলো।
কিন্তু যেখানে পেট চালানোই দায়,
সেখানে ছেলেমেয়েদের পড়াশোনা অলীক কল্পনা ছাড়া
আর কিছুই নয়। আস্তে আস্তে
এই পরিবারের সব স্বপ্ন যখন
ফিকে হয়ে যেতে লাগল,
তখনই এই পরিবারের স্বপ্নপূরণের
সারথি হলো বসুন্ধরা গ্রুপ।
মানু
মারমার মতো একই উপজেলার
আরো চার পরিবারের পাশে
এসে দাঁড়িয়েছে দেশের শীর্ষস্থানীয় এই শিল্প পরিবার।
বসুন্ধরা গ্রুপের সহায়তায় এবং শুভসংঘের উদ্যোগে
এই পাঁচ পরিবারের মধ্যে
বিতরণ করা হয় সেলাই
মেশিন। সম্প্রতি ফটিকছড়ি উপজেলা পরিষদের জহুরুল হক হল মিলনায়তনে
এক অনুষ্ঠানের মাধ্যমে সেলাই মেশিনগুলো হস্তান্তর করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ ইসমাইল হোসেন। এ অনুষ্ঠানে অতিথি