ডেঙ্গুতে আরও ১৪ জনের মৃত্যু


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৭:৩৮ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৩


ডেঙ্গুতে আরও ১৪ জনের মৃত্যু
ফাইল ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আটজন ঢাকা সিটির।


শুক্রবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৪২৫ জন। এরমধ্যে ঢাকা সিটির ৭৫১ জন এবং ঢাকা সিটির বাইরে এক হাজার ৬৭৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৯ হাজার ৯৫৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।


আরও পড়ুন: ডেঙ্গু রোগীর সংখ্যা দুই লাখের ঘরে


এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩ হাজার ৪০৬ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৯২ হাজার ৪৫৮ জন। মারা গেছেন ৯৮৯ জন। এর মধ্যে ঢাকা সিটির ৬৩৯ জন এবং ঢাকা সিটির বাইরের ৩৫০ জন।


আরও পড়ুন: বাংলাদেশে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার ‘সফল’ গবেষণা


উল্লেখ্য, গেল বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।


জেবি/এসবি