সাঙ্গু নদীর তীর থেকে ৪ গুলিবিদ্ধ লাশ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
বান্দরবানের রোয়াংছড়িতে ৪ উপজাতীয় সন্ত্রাসীর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৫মার্চ) রাতে বান্দরবানের রুমার পাইন্দুতে গুলাগুলির ঘটনা ঘটে। রবিবার (৬মার্চ) সকাল ১১টার সময় রোয়াংছড়ির মংবাতং এলাকার সাঙ্গু নদীর তীরে চারজনের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত করেছে বান্দরবান পুলিশ সুপার জেরিন আখতার।
তিনি বলেন, গতকাল বান্দরবানের রুমার পাইন্দু ইউনিয়নে দুই পাহাড়ী সশস্ত্র সন্ত্রাসীর মধ্যে গুলাগুলির ঘটনা ঘটে। কিন্তু আজ সকালে রোয়াংছড়ির নদীর পাড়ে ৪ জনের লাশ পড়ে আছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার(৫মার্চ) দুপুরে রোয়াংছড়ির তালুকদার পাড়ার কাছে পাহাড়ের আঞ্চলিক সংগঠন জেএসএস মূল দলের নেতা অনুমং কে হত্যা করে লাশ নিয়ে যায় আরেক সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ। এ ঘটনায় জেএসএস মূল দলের সন্ত্রাসীরা পরবর্তীতে শনিবার রাতে রুমার পাইন্দু এলাকায় অপর গ্রুপের উপর গুলি চালিয়ে তাদের লাশ নৌকায় করে এনে রোয়াংছড়ির মংবাতং পাড়ার নদীর পাড়ে ফেলে যায়। পরে আজ রবিবার (৬মার্চ) ১১টার সময় তাদের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেয়।