জীবননগরে ভোক্তা অধিকারের অভিযানে ২ব্যবসায়ীকে অর্থদণ্ড


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:১৩ অপরাহ্ন, ২রা অক্টোবর ২০২৩


জীবননগরে ভোক্তা অধিকারের অভিযানে ২ব্যবসায়ীকে অর্থদণ্ড
ভোক্তা অধিকারের অভিযান। ছবি: জনবাণী

চুয়াডাঙ্গা জীবননগরে জাতীয় ভোক্তা অধিকারের অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চানাচুর তৈরির অপরাধে দুই কারখানার মালিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন।


ভোক্তা অধিকার সুত্র থেকে জানা গেছে, সোমবার (২অক্টোবর) দুপুরে জীবননগর উপজেলার মনোহরপুর এলাকায় মেসার্স ইয়াছিন ফুড ফ্যাক্টরিতে অভিযানে গরুর গোয়ালের সাথেই অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চানাচুর, নিমকি ও ডালভাজা তৈরি, নিষিদ্ধ ইন্ডাস্ট্রিয়াল লবন, রঙ ও টেস্টিং এর ব্যবহার,কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অপরাধে প্রতিষ্ঠানটির মালিক রকিবুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৫ হাজার  টাকা ও কাশিপুর মাঠপাড়ায় অপর একটি প্রতিষ্ঠান মেসার্স শারমিন চানাচুর ফ্যাক্টরির মালিক মো.মাহফুজ রহমানকে একই অপরাধ ও ধারায় ১৫ হাজার টাকা  দুইটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা করাসহ জব্দকৃত পোড়া তেল, লবন ও ক্ষতিকর রঙ জনসম্মুখে নষ্ট করে ফ্যাক্টরি দুটিকে কারখানার পরিবেশ উন্নয়ন, স্বাস্থ্যবিধি ও অন্যান্য বিষয় ঠিক না করা পর্যন্ত সমস্ত প্রকার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন ভোক্তা অধিকার সংরক্ষনের  চুয়াডাঙ্গা জেলা  কার্যালয়ের সহকারি পরিচালক সজল আহম্মেদ।  


 অভিযান পরিচালনার সময় সার্বিক সহযোগিতায় ছিলেন জীবননগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর রহমান ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।


আরএক্স/