রাজধানীতে যে ১৫ এলাকায় ডেঙ্গু সংক্রমণ সবচেয়ে বেশি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:৫২ পূর্বাহ্ন, ৩রা অক্টোবর ২০২৩


রাজধানীতে যে ১৫ এলাকায় ডেঙ্গু সংক্রমণ সবচেয়ে বেশি
ছবি: সংগৃহীত

ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা হু হু করে বড়ছে। কোনোভাবেই ডেঙ্গু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বিশেষ করে রাজধানীর ঢাকার অবস্থা ভয়াবহ হয়ে উঠছে। এ বছর ডেঙ্গুর প্রকোপ শুরুর পর যাত্রাবাড়ী সবচেয়ে বেশি আক্রান্ত এলাকা ছিল। কিন্তু গেল আগস্ট মাসের শেষ সপ্তাহে রাজধানীর ১৫টি এলাকার নাম উঠে এসেছে।


বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক প্রতিবেদন এসব তথ্য জানা যায়। এতে আরও জানা যায়, সংক্রমিত ১৫টি এলাকার মধ্যে ১১টিই আবার ঢাকা উত্তর সিটির। এর মধ্যে শীর্ষে রাজধানীর পল্লবী এলাকা। উত্তরা দ্বিতীয় এবং বাড্ডা তৃতীয় স্থানে রয়েছে।


এছাড়া রয়েছে ক্যান্টনমেন্ট, দক্ষিণখান, মিরপুর, গুলশান, রামপুরা, কাফরুল, খিলক্ষেত, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, কদমতলী, সবুজবাগ ও খিলগাঁও এলাকায় নামও উঠে এসেছে।


আরও পড়ুন: ডেঙ্গু ভ্যাকসিন প্রয়োগ শুরু কবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী


স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, এ বছর ২ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৮ হাজার ৮৮৪ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৯৮ হাজার ৫৮৪ জন। মারা গেছেন ১ হাজার ১৭ জন। এর মধ্যে ঢাকা সিটির ৬৫৫ জন এবং ঢাকা সিটির বাইরের ৩৬২ জন।


উল্লেখ্য, গেল বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মৃত্যুবরণ করেছেন ২৮১ জন।


জেবি/এসবি