আটোয়ারীতে সয়ন হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:২৫ পিএম, ৩রা অক্টোবর ২০২৩


আটোয়ারীতে সয়ন হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ
সয়ন হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ

পঞ্চগড়ের আটোয়ারীতে সামিউল ইসলাম সয়ন হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। তাদের অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।


মঙ্গলবার (৩অক্টোবর) বেলা ১১ টার দিকে আটোয়ারী-ঠাকুরগাঁও সড়কে এই বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেন এলাকাবাসি। প্রায় ঘন্টাব্যাপি চলে এই কর্মসূচি।


মানববন্ধনে সয়নের মা সেলিনা আকতার, বাবা রবিউল হক ও লাবিব ইসলাম,সোয়ানুল হক,রেজোয়ানুল রাসেদ সোহান, আবু হাসান বাবু, সাকিল ইসলাম জেসমিন আকতার সহ স্থানীয়রা বক্তব্য রাখেন।বক্তারা  বলেন সয়ন হত্যাকান্ডের ২৬ দিন পেরিয়ে গেলেও প্রধান অভিযুক্ত মুন্নাকে এখনও গ্রেফতার করতে পারে নি পুলিশ। 


হত্যাকারীরা প্রশাসনের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে অথচ তাদের গ্রেপ্তার করতে পারছেনা পুলিশ। হত্যার নানা আলামত থাকলেও পুলিশ নাকি হত্যার রহস্য খুঁজে পাচ্ছেনা। এ ঘটনায় একটি মামলা হলেও পুলিশের কোন আইনী পদক্ষেপ দেখা যাচ্ছেনা। 


বক্তারা দ্রƒতই সয়নের হত্যাকারীকে গ্রেপ্তারের করে সর্বোচ্চ শাস্তি দাবী জানান। অন্যথায় আরো তীব্র আন্দোলনের হুঁশিয়ারী উচ্চারণ করেন তারা। মানববন্ধনে এলাকাবাসী সহ সর্বস্তরের সাধারণ মানুষজন অংশ নেন।


মানববন্ধন শেষে আটোয়ারী -ঠাকুরগাঁওআঞ্চলিক সড়ক অবরোধ করে সয়ন হত্যার বিচারের দাবীতে এবং জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে বিক্ষোভ করতে থাকেন স্বজনেরা। এসময় ওই সড়ক দিয়ে ঘন্টাব্যাপী যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আটোয়ারী থানার ওসি মুসা মিয়া ঘটনাস্থলে আসলে নিহতের স্বজনদের তোপের মুখে পড়েন। পরে তিনি হত্যাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিয়ে স্বজনদের কাছে কিছুদিন সময় চাইলে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় স্বজনেরা।


জানা যায় আর্থিক লেনদেনের জেরে গত ৬ সেপ্টেম্বর পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে সামিউল ইসলাম সয়ন (২৬) নামে এক যুবককে মোটর সাইকেলে তুলে নিয়ে যায় ঠাকুরগাঁওয়ের মুন্না সহ কয়েকজন যুবক। পরে আটোয়ারী পল্লী বিদ্যুৎ এলাকায় সয়নকে রাস্তায় ফেলে নির্মমভাবে মারধর করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয় লোকজন সয়নকে রাস্তায় পড়ে থাকতে দেখে তাৎক্ষনিক উদ্ধার করে আটোয়ারী উপজেলা কমপ্লেক্সের নিয়ে যান। পরে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে ৭ সেপ্টেম্বর গভীর রাতে সয়ন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


এঘটনার সয়নের মা ৮ সেপ্টেম্বর বাদী হয়ে মুন্না সহ আরো কয়েকজনকে অজ্ঞাত আসামী করে আটোয়ারী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার ২৬ দিন অতিবাহিত হলেও পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।


আরএক্স/