একদিনে ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, আক্রান্ত ২৭৪২


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৮:৩৪ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৩


একদিনে ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, আক্রান্ত ২৭৪২
ফাইল ছবি

একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জনের প্রাণহানি হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭৪২ জন।


রবিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 


বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গুতে মৃতদের মধ্যে ৫ জন ঢাকার বাইরের বাসিন্দা। আর আক্রান্তদের মধ্যে ঢাকা সিটির ৬১২ জন এবং ঢাকা সিটির বাইরে দুই হাজার ১৩০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৮ হাজার ৮০০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।


আরও পড়ুন: সুস্থ ও আলাদা হয়ে বাড়ি ফিরল জোড়া লাগানো সেই ২ শিশু


এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২৩ হাজার ৫৬৪ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ১৩ হাজার ৬৭৮ জন। মারা গেছেন ১ হাজার ৮৬ জন। এর মধ্যে ঢাকা সিটির ৬৮৫ জন এবং ঢাকা সিটির বাইরের ৪০১ জন।


আরও পড়ুন: ডেঙ্গু ভ্যাকসিন প্রয়োগ শুরু কবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী


প্রসঙ্গত, গেল বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এর মধ্যে মারা গেছেন ২৮১ জন।