বিলুপ্ত প্রজাতির এক কচ্ছপে দিল ৩৪টি ডিম


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


বিলুপ্ত প্রজাতির এক কচ্ছপে দিল ৩৪টি ডিম

সুন্দরবনের করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রে আবারও ডিম দিয়েছে বিলুপ্ত প্রজাতির কচ্ছপ বাটাগুর বাসকা। রবিবার (৬ মার্চ) সকালে ওই কেন্দ্রে পুকুর পাড়ে ৩৪ টি ডিম দেয় ওই কচ্ছপ। করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার আজাদ কবির এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ডিমগুলো ইনকিউবেশনে (বালুর মধ্যে) রাখা হয়েছে। ৬০ থেকে ৬৫ দিনের মধ্যে এই ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে। এর আগে ২০১৭ সালে দুটি কচ্ছপের ৬৩ টি ডিম থেকে বাচ্চা হয় ৫৭ টি, ২০১৮ সালে দুটি কচ্ছপের ৪৬ টি ডিম থেকে ২১ টি বাচ্চা, ২০১৯ সালে একটি কচ্ছপের ৩২ টি ডিম থেকে ৩২ টি বাচ্চা এবং ২০২০ সালে একটি কচ্ছপের ৩৫ টি ডিমের মধ্যে ৩৪ টি বাচ্চা পাওয়া যায়। এসব বাচ্চা থেকে ১২ টি কচ্ছপ সুন্দরবনের বিভিন্ন নদীতে অবমুক্ত করা হয় বলেও জানান বন কর্মকর্তা আজাদ কবির।

তিনি আরও বলেন, বর্তমানে করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রে ৪৩৬ টি কচ্ছপ রয়েছে। ২০১৪ সালে মূল ৮ টি বাটাগুর বাসকা ও তাদের জন্ম দেওয়া ৯৪ টি ছানাসহ করমজল কৃত্রিম প্রজনন কেন্দ্রে নিয়ে আসা হয়।

এসএ/