বাল্যবিবাহ বন্ধ করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


বাল্যবিবাহ বন্ধ করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

ময়মনসিংহের নান্দাইল উপজেলা সদর ইউনিয়নের রসুলপুর গ্রামে একটি বাল্য বিবাহ বন্ধ করলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজুল হক। 

রবিবার বাল্য বিবাহ হচ্ছে, গোপনে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হওয়ার মাত্র বর কনের লোক জন বাল্যবিবাহ বলতে কিছু নাই এমন কথা বললে পুলিশ এসআই সুবুর বিষয়টি উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজুল হক কে জানানো সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়। 

উপজেলার নান্দাইল ইউনিয়নের রসুলপুর গ্রামের (১৪) বছর বয়সী কন্যার বাল্যবিবাহ হচ্ছে সেখানে গিয়ে হাজির হয়ে কাগজপত্র ও লোকজনের সাথে কথা বলে অভিযোগের সত্যতা পেয়ে তাৎক্ষণিক বিয়ে বন্ধ করে দেন এমন কি উভয়ের পক্ষদের ছেলে ও মেয়ের পূরণ বয়স না হওয়া পর্যন্ত বিবাহ না দেওয়ায় জন্য উভয় পক্ষ থেকে অঙ্গীকার নামা স্বাক্ষর করার পর স্থানীয় এলাকা বাসী কে সার্বক্ষনিক খোজ রাখার জন্য বলেন।

এসএ/