পাখির আঘাতে আটকে গেল সিলেট-লন্ডন ফ্লাইট


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


পাখির আঘাতে আটকে গেল সিলেট-লন্ডন ফ্লাইট

পাখির আঘাতে আটকে গেল সিলেট-লন্ডন ফ্লাইট। এতে ভোগান্তি পড়েছেন ২৯৭ যাত্রী। ফ্লাইট আটকে যাওয়ায় তারা লন্ডন যেতে পারেন নি। 

রোববার (৬ মার্চ) সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে ফ্লাইটটি লন্ডনের উদ্দেশে যাওয়ার কথা ছিল। কিন্তু রানওয়েতে যেতেই একটি পাখি প্লেনে আঘাত হানে। এতে বিমানের ফ্লাইটটি ব্যাহত হয়।

বিমানবন্দর সূত্র জানায়, সিলেট-লন্ডন ফ্লাইট আটকে যাওয়ায় সকাল থেকে ভোগান্তিতে পড়েছেন প্রায় ৩শ’ যাত্রী।

বিমানের যাত্রীরা জানান, সকাল ৬ থেকে ৭টার দিকে বিমানের ফ্লাইট ধরতে তারা ওসমানী বিমানবন্দরে আসেন। কিন্তু দীর্ঘ ১১ ঘণ্টা পার হয়ে গেলেও এখনো ফ্লাইটের কোনো খবর নেই। নারী ও শিশু সন্তান নিয়ে ভোগান্তিতে রয়েছেন তারা।  

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক মো. হাফিজ আহমদ বিষয়টি জানান,  ফ্লাইটটি রানওয়েতে যাওয়ার পর একটি পাখি আঘাত করলে বিমানের ফ্লাইট ব্যাহত হয়। ফলে বিমানে ত্রুটির কারণে ফ্লাইট ব্যাহত হয়। আগামীকাল ফ্লাইটটি যেতে পারে জানিয়েছেন বিমান কর্তৃপক্ষ।

এসএ/