ভূরুঙ্গামারীতে নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:০৬ পিএম, ১৫ই অক্টোবর ২০২৩

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিখোঁজের দুই দিন পর ধান খেত থেকে শাহিন মিয়া (৩৫) নামের এক যুবকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৫ অক্টোবর) সকাল ১১ টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
নিহত শাহিন উপজেলার সদর ইউনিয়নের আঙ্গারীয়া বারুইটারী গ্রামের আজিজুল হকের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৩ অক্টোবর ) সন্ধ্যায় বাড়ি থেকে বেড় হন শাহিন। গভীর রাতেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তার মোবাইল ফোনে ফোন করলে মোবাইলটি বন্ধ পায়। পরে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন সম্ভাব্য জায়গায় খোঁজ নেওয়া হয়। রবিবার সকালে ওই গ্রামের একটি ধান খেতে বস্তার মধ্যে মানুষের দুটি পা দেখতে পান কয়েকজন কৃষি শ্রমিক। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আরও পড়ুন: ভূরুঙ্গামারীতে আপন ফুফুর সাথে ভাতিজার বিয়ে
ইউপি সদস্য সাইফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সকালে এলাবাসীর খবর দিলে আমি ঘটনাস্থলে এসে শাহিনের লাশটি বস্তাবন্দী দেখতে পেলাম।
আরও পড়ুন: ভূরুঙ্গামারীতে লোকশানের শঙ্কা নিয়েই ধান কাটা-মাড়াই শুরু
ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে । তদন্তের পর আসল ঘটনা জানা যাবে।
জেবি/এসবি