ঘোড়াঘাটে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:৩৬ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৩
দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় ইুঁদর নিধন অভিযানের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সর্বোচ্চ ইঁদুর নিধনকারী কৃষককে পুরষ্কার দেয়ার ঘোষনা দেওয়া হয়।
বুধবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঘোড়াঘাটের আয়োজনে কৃষি অফিস হলরুমে উপজেলা ইঁদুর নিধন অভিযান কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশার সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. রুহুল আমিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম, উপজলো কৃষি অফিসার মো. রফিকুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার।
অনুষ্ঠানে অতিরিক্ত কৃষি অফিসার খাদিজাতুল কোবরা, কৃষি সম্প্রসারণ অফিসার উম্মে সালমা, উপসহকারী কৃষি কর্মকর্তাগণ সহ ৬০ জন কৃষক-কৃষানি উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানসা একটি ইঁদুর মেরে ইঁদুর নিধন অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন।
আরএক্স/