দীঘিনালায় শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে সম্প্রীতির বন্ধন


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:০৯ অপরাহ্ন, ২৩শে অক্টোবর ২০২৩


দীঘিনালায় শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে সম্প্রীতির বন্ধন
ছবি: জনবাণী

মো. নাছির উদ্দীন , দীঘিনালা (খাগড়াছড়ি): শরতের শিউলি ও কাশফুলের সাদা শুভ্রতায় এই বছর বিপদ নাশিনী দেবী দুর্গা সকল প্রকার মহামারী ও বিপদ দূর করে নতুন রুপে মর্তে এসেছেন গজে চড়ে।


তাইতো এবছর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে বাংলার প্রতিটি ঘরে ঘরে দেখা যাচ্ছে উৎসবের আমেজ।


সারাদেশের ন্যায় দীঘিনালাতেও বাঙালির এই সার্বজনীন উৎসবকে ঘিরে উপজেলার বিভিন্ন জায়গায় ব্যাপক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। যেখানে ছোট বড় সকলেই মেতেছে শারদীয় উৎসবের আনন্দে।


এবারে দীঘিনালায় ৮টি মন্ডপে ও একটি ঘর পূজা পালিত হচ্ছে। প্রতিটি মন্দিরে ঢাকের তালে মুখরিত হচ্ছে পূজা মন্ডপগুলো। এছাড়াও নানা ঝলমলে পরিবেশ যেন জানান দিচ্ছে দেবীর মর্তে আসার খবর।


শারদীয় দুর্গাপূজাকে ঘিরে দীঘিনালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা ছিলো চোখে পড়ার মতো। বিভিন্ন স্থরে নিরাপত্তার জন্য প্রতিটি পূজা মন্ডপে স্থায়ীভাবে মোতায়েন করা হয়েছে পুলিশ ও আনসার সদস্য এবং ঝুকিপূর্ণ মন্ডপ গুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।


উপজেলা পূজা কমিটির সভাপতি ঘণশ্যাম ত্রিপুরা মানিক বলেন, 'এবারে উপজেলার ৮টি মন্ডপে শান্তি সম্প্রীতি বজায় রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তায় উৎসবমুখর ভাবে শারদীয় উৎসব পালিত হচ্ছে।


দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী বলেন, 'আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে প্রতিবারের মতো দীঘিনালাতে শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা যথাযথ রয়েছে। পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরাও মাঠে রয়েছে। দীঘিনালার আপামর জনসাধারণ উৎসবমুখর ভাবে পূজা উপভোগ করছে।


আরএক্স/