ডিমলায় প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ ছবি পোষ্ট, যুবক গ্রেফতার
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:৫৩ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ ছবি প্রকাশ করার অভিযোগে নীলফামারীর ডিমলা উপজেলায় আনোয়ারুল ইসলামকে (২৫) আটক করেছে ডিমলা থানা পুলিশ।
বুধবার (২৫ অক্টোবর) রাতে তাকে আটক করা হয়। আটক আনারুল ইসলাম উপজেলার বালাপাড়া ইউনিয়নের ছাতনাই বালাপাড়া গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে।
ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান জানান, আনারুল ইসলাম বুধবার বিকালে ফেসবুকে নিজের ''স্বপ্নময় পৃথিবী'' আইডি অ্যাকাউন্টের টাইমলাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ রাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অশ্লীলভাবে এডিট করে কুরুচিপূর্ণ ও মানহানিকর ক্যাপশন দিয়ে ছবি পোস্ট দেন।
বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয় জনসাধারণের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। বুধবার রাতে বিষয়টি নজরে আসার পর তৎক্ষণাৎ স্থানীয় উত্তেজিত লোকজন আসামিকে আটক করে থানায় সোপর্দ করে।
আরএক্স/