গোবিন্দগঞ্জে আজাদের ডাকে আ.লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ জনসমুদ্রে পরিণত
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১১:৪৪ পূর্বাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৩
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে ৩২ গাইবান্ধা ৪ (গোবিন্দগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, সাবেক সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, আমরা চাই না আবারও যুদ্ধাপরাধীরা ক্ষমতায় যাক, আমরা চাই না দুর্নীতিবাজরা আবার লম্ফ ঝম্ফ দিক, আমরা চাইনা দুর্নীতিবাজ তারেক জিয়ার দল আবার ক্ষমতায় আসুক, এজন্য আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
শনিবার (২৮ অক্টোবর) বিকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আবুল কালাম আজাদ এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, রাজনীতি আমার কর্ম ও নেশা। রাজনীতি আমার পেশা নয়। এটা দিয়ে জীবিকা নির্বাহ করি না। এটা দিয়ে টেন্ডারবাজি, সন্ত্রাসী ও ভূমিদস্যুতা করি না। বঙ্গবন্ধুকে আমরা ভালবাসি। আমরা বঙ্গবন্ধুর আদর্শের কর্মী। তাঁর আদর্শকে আমরা বুকে ধারণ করি। আমি বিশ্বাস করি, রাজনীতি শুধুমাত্র জনগণের কল্যাণের জন্য।
তিনি আরও বলেন, দলের ভিতরে কোন বিভাজন করা যাবে না। মান অভিমান থাকতে পারে, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শেখ হাসিনা না আসলে আবার অন্ধকারে চলে যাবে দেশ। আবার দুর্নীতি শুরু হবে। সন্ত্রাসীরা আবার মাথা চাড়া দিয়ে উঠবে। যুদ্ধাপরাধীরা স্বাধীন বাংলাদেশের পতাকা ফেলে দিয়ে চাঁদ তারা পতাকা উঠাতে চাইবে। নিশ্চয়ই সেটা আমরা হতে দিতে পারি না। উন্নয়নের স্বার্থে, শান্তির স্বার্থে, দুর্নীতি দূর করতে, সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে নৌকা প্রতীকে শেখ হাসিনার পক্ষে দেওয়ার আহবান জানান তিনি।
গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র ও গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সদস্য মুকিতুর রহমান রাফির সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর প্যানেল মেয়র শাহিন আকন্দের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আতিকুর রহমান আতিক, নাকাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের, তালুককানুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, শিবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম প্রধান, মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান রুবেল আমিন শিমুল, সাপমারা ইউনিয়নের চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল, কামারদহ ইউনিয়নের চেয়ারম্যান তৌকির হাসান রচি, গুমানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুর রহমান মুরাদ, মহিমাগঞ্জ আওয়ামী লীগের সভাপতি মুন্সি রেজওয়ানুর রহমান, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, শালামারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হায়দার আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মাস্টার, কোচাশহর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, রাখালবুরুজ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কামদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ শাহেন শাহ্, কাটাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম পান্না, শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাহাজুল ইসলাম ভুট্টু, শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম মণ্ডল, সাপমারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন, দরবস্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ মাস্টার, তালুককানুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ মাস্টার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লিচু, প্যানেল মেয়র ২ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক রিমন তালুকদার, কাউন্সিলর আনারুল ইসলাম আন্টু, কাউন্সিলর মাজেদুল ইসলাম, কাউন্সিলর জাহাঙ্গীর আলম জাফু, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু শৈলেন্দু মোহন রায় স্বপন, মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মাহমুদুর রহমান লাভলু, যুব ও ক্রীড়া সম্পাদক মমিনুল ইসলাম, সহ—সভাপতি অহেদ বিএসসি, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফরহাদ, যুগ্ম আহবায়ক সাদ্দাম, যুগ্ম আহবায়ক বাবুল, তাঁতী লীগের সভাপতি মমিন শেখ রুবেল, সাংগঠনিক সম্পাদক সাগর, হাবিবুর রহমান, পৌর ছাত্রলীগের আহবায়ক আরিফ, সাপমারা যুবলীগের আহবায়ক তারিকুল বাশার দুলাল, ফুলবাড়ী যুবলীগের সভাপতি জীবন মণ্ডল, হরিরামপুর যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহান, শাখাহার যুবলীগের সভাপতি তারিফুজজ্জামান সাগর, কাটাবাড়ী যুবলীগের যুগ্ম আহবায়ক আতাবর, তালুককানুপুর যুবলীগের সাধারণ সম্পাদক আবু সাইদ, কামদিয়া যুবলীগের সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, শাখাহার যুবলীগের সাধারণ সম্পাদক আহম্মদ আলী, কাটাবাড়ী যুবলীগের যুগ্ম আহবায়ক সেলিম, উপজেলা যুব মহিলা লীগের সদস্য আইনুন নাহার সাথি প্রমুখ।
আরএক্স/