গাইবান্ধায় মাটির তৈরি পাটের চাহিদা বেঁড়েছে


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


গাইবান্ধায় মাটির তৈরি পাটের চাহিদা বেঁড়েছে

গাইবান্ধায় হারিয়ে যাওয়া মৃৎশিল্প এখন উন্নয়নের স্বপ্ন নিয়ে পথযাত্রা শুরু করেছেন। তারা এখন আর পিছিয়ে নেই। 

সরেজমিনে গিয়ে জেলার বিভিন্ন উপজেলার মৃৎশিল্প (কুমার) পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, মৃৎশিল্প তৈরি মাটির পাট বাজারে এখন অনেক চাহিদা হিসেবে স্থান বেছে নিয়েছে। ইতিপূর্বে মাটির তৈরি পাট ও হাড়িপাতিল যারা তৈরি করত তাদের পরিবার-পরিজন নিয়ে অনেক কষ্টে দিন অতিবাহিত করতে হয়েছিল। কিন্তু বর্তমানে মাটির পাট ক্রেতাদের কাছে অনেক চাহিদার পণ্য সামগ্রী হিসেবে স্থান পেয়েছে। বর্তমানে জেলায় ল্যাট্রিনের কুয়ায় ব্যবহৃত হচ্ছে মৃৎশিল্পির তৈরি মাটির পাট। যা সহজে নষ্ট হয়না এবং স্বপ্ল খরচে দীর্ঘ মেয়াদী হিসেবে ক্রেতাদের কাছে স্থান করে নিয়েছেন। একসময় মানুষের পানি পনের নির্ভরযোগ্য ছিল মাটির পাট দিয়ে কুয়া। বর্তমানে তা ব্যবহার করা যাচ্ছে ল্যাট্রিন ও বাথরুমের কাজে। 

মৃৎশিল্প পরিবার সূত্রে জানা যায়, ইট, সিমেন্টের তৈরি রিং পাইপ দিয়ে বাথরুম স্থাপনের কয়েক বৎসরের মধ্যেই রিং গুলো নষ্ট হয়ে যায়। কিন্তু মাটির পাট মাটির নিচে একশত বছরেও কোন ক্ষতি হয়না। তা রক্ষিত থাকে। আর এ কারণেই মানুষ ল্যাট্রিনের কুয়ায় বেছে নিয়েছে মৃৎশিল্পর তৈরি মাটির পাট। চাহিদার সাথেই তাদের তৈরি মাটির পাট সামগ্রী বিক্রি অর্থনৈতিকভাবে স্বাবলম্বি হচ্ছে তারা।

এসএ/