ডিমলায় সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:০৮ অপরাহ্ন, ১২ই নভেম্বর ২০২৩
নীলফামারীর ডিমলা উপজেলার ৬ নং নাউতারা ইউনিয়ন'র আওতাভুক্ত সামাজিক সুরক্ষা আওতাধীন সুবিধাভোগী ও সূধী জনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (১১ নভেম্বর)বিকেলে ইউপি পরিষদ চত্বরে এ সভার আয়োজন করেন ৬নং নাউতারা ইউনিয়ন পরিষদ।
এসময় নাউতারা ইউপি চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোর্শেদ (মনি)'র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডোমার-ডিমলা (নীলফামারী-১)আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
এসময় তিনি আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। আগামীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে দেশ আরও উন্নত হওয়ার পাশাপাশি বয়স্ক ও বিধবা ভাতা ভোগীর সংখ্যা আরও বাড়বে বলেও জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্রনাথ রায়, বাংলাদেশ ছাত্রলীগ ডিমলা উপজেলা শাখার আহবায়ক আবু সায়েম সরকার প্রমুখ।
এ সময় ইউপি সদস্যসহ সুবিধাভোগী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরএক্স/