হামাস-ইজরায়েল যুদ্ধে প্রাণহানির তীব্র নিন্দা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০১:১১ অপরাহ্ন, ১৮ই নভেম্বর ২০২৩


হামাস-ইজরায়েল যুদ্ধে প্রাণহানির তীব্র নিন্দা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ফাইল ছবি

ইজরায়েল-হামাস দ্বন্দ্বে ফের সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যুদ্ধ পরিস্থিতিতে হাজার হাজার সাধারণ মানুষের প্রাণহানির তীব্র নিন্দা করলেন। হিংসা থামিয়ে আলোচনার মাধ‍্যমে সমস‍্যা মেটানোর কথাও শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর মুখে। রক্তক্ষয়ী সংঘর্ষের সময়ে গ্লোবাল সাউথের দেশগুলোকে একজোট হতে হবে, সেই বার্তা ও দেন তিনি। 


প্রসঙ্গত, ইজরায়েলের উপর হামাসের হামলার তীব্র প্রতিবাদ করেছিলেন মোদি। যুদ্ধ বিধ্বস্ত প‍্যালেস্টাইনে ত্রাণ ও পাঠানো হয়েছিল ভারতের তরফে। গ্লোবাল সাউথ সামিটে বক্তৃতা দেওয়ার সময়ে ইজরায়েল- হামাস দ্বন্দ্ব নিয়ে মুখ খোলেন প্রধানমন্ত্রী। 


তিনি বলেন,"পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। গত ৭ অক্টোবর ইজরায়েলের উপর হামাসের হামলার কড়া নিন্দা করেছি। আলাপ আলোচনার মাধ্যমে সমস‍্যা সমাধানের বার্তা ও দেওয়া হয়েছে। তবে হামাস ও ইজরায়েলের দ্বন্দ্বে যেভাবে সাধারণ মানুষের প্রাণহানি হচ্ছে তাকে ধিক্কার জানাই।" 


যুদ্ধবিধ্বস্ত প‍্যালেস্টাইনের প্রসিডেন্টের সঙ্গেও কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। তারপরেই বিশাল পরিমাণ ত্রাণ পাঠানো হয় প‍্যালেস্টাইনে। সেই প্রসঙ্গ ও উঠে আসে মোদির বক্তৃতায়। প্রধানমন্ত্রীর মতে, গোটা বিশ্বে সংঘাতের আবহে গ্লোবাল সাউথের দেশগুলোকে একজোট হতে হবে। 


একত্রিত হয়ে গোটা বিশ্বের উন্নতির চেষ্টা করতে হবে। প্রসঙ্গত, ভারত মহাসাগরীয় এলাকায় অবস্থিত দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়াতে উদ‍্যােগী নয়াদিল্লি। এহেন পরিস্থিতিতে হানাহানির মধ‍্যে গ্লোবাল সাউথের দেশগুলোকে একজোট হওয়ার বার্তা মোদির।


আরএক্স/