হামাস-ইজরায়েল যুদ্ধে প্রাণহানির তীব্র নিন্দা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
🕐 প্রকাশ: ০১:১১ পিএম, ১৮ই নভেম্বর ২০২৩

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ফাইল ছবি
ইজরায়েল-হামাস দ্বন্দ্বে ফের সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যুদ্ধ পরিস্থিতিতে হাজার হাজার সাধারণ মানুষের প্রাণহানির তীব্র নিন্দা করলেন। হিংসা থামিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর কথাও শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর মুখে। রক্তক্ষয়ী সংঘর্ষের সময়ে গ্লোবাল সাউথের দেশগুলোকে একজোট হতে হবে, সেই বার্তা ও দেন তিনি।
প্রসঙ্গত, ইজরায়েলের উপর হামাসের হামলার তীব্র প্রতিবাদ করেছিলেন মোদি। যুদ্ধ বিধ্বস্ত প্যালেস্টাইনে ত্রাণ ও পাঠানো হয়েছিল ভারতের তরফে। গ্লোবাল সাউথ সামিটে বক্তৃতা দেওয়ার সময়ে ইজরায়েল- হামাস দ্বন্দ্ব নিয়ে মুখ খোলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন,"পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। গত ৭ অক্টোবর ইজরায়েলের উপর হামাসের হামলার কড়া নিন্দা করেছি। আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বার্তা ও দেওয়া হয়েছে। তবে হামাস ও ইজরায়েলের দ্বন্দ্বে যেভাবে সাধারণ মানুষের প্রাণহানি হচ্ছে তাকে ধিক্কার জানাই।"
যুদ্ধবিধ্বস্ত প্যালেস্টাইনের প্রসিডেন্টের সঙ্গেও কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। তারপরেই বিশাল পরিমাণ ত্রাণ পাঠানো হয় প্যালেস্টাইনে। সেই প্রসঙ্গ ও উঠে আসে মোদির বক্তৃতায়। প্রধানমন্ত্রীর মতে, গোটা বিশ্বে সংঘাতের আবহে গ্লোবাল সাউথের দেশগুলোকে একজোট হতে হবে।
একত্রিত হয়ে গোটা বিশ্বের উন্নতির চেষ্টা করতে হবে। প্রসঙ্গত, ভারত মহাসাগরীয় এলাকায় অবস্থিত দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়াতে উদ্যােগী নয়াদিল্লি। এহেন পরিস্থিতিতে হানাহানির মধ্যে গ্লোবাল সাউথের দেশগুলোকে একজোট হওয়ার বার্তা মোদির।
আরএক্স/
ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ৮
🕐 প্রকাশ: ০৭:৩৬ পিএম,১লা ডিসেম্বর ২০২৩

প্রতীকী ছবি
ভারতের ওড়িশার কেওনঝার জেলায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৮ জনের, এছাড়াও কমপক্ষে ১২ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশংকাজনক।
কেওনঝার জেলা প্রশাসক আশিষ ঠাকরে বলেছেন, শুক্রবার (১ ডিসেম্বর) ভোর রাতে দুর্ঘটনাটি ঘটেছে ঘাটগাঁওয়ের কাছে ২০ নম্বর জাতীয় সড়কের উপর। মা তারিনী মন্দির থেকে কয়েক কিলোমিটার দূরে কেওনঝারের বালিজোড়ির কাছে দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ জানাই, যাত্রী বোঝাই একটি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মারে। ১৯ জন আরোহী নিয়ে ভ্যানটি গঞ্জাসের দিগাপাহান্দি থেকে ঘাটগাঁওয়ের মা তারিনী মন্দিরে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে।
ঘটনাস্থলেই ভ্যানের ৭ জন যাত্রী মারা যান, হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও ১ জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছে হাটগাঁও এসডিপিও সুরশান গাঙ্গাই বলেন, ".দিগাপাহান্ডি থেকে ২ পরিবারের ১৯ জন সদস্য ঘাটাগাঁওয়ে মা তারিনীর দর্শন নিতে যাচ্ছিলেন।"
আরএক্স/
৭ ফুট ৯ ইঞ্চি লম্বা চুল রেখে বিশ্বরেকর্ড গড়লেন ভারতীয় নারী
🕐 প্রকাশ: ০৩:০৩ পিএম,১লা ডিসেম্বর ২০২৩

স্মিতা শ্রীবাস্ত। ছবি: সংগৃহীত
বিশ্বরেকর্ড গড়েছেন ভারতের উত্তরপ্রদেশের এক মহিলা সবচেয়ে লম্বা চুল রেখে। ৪৬ বছর বয়সী স্মিতা শ্রীবাস্তবের মাথায় ৭ ফুট ৯ ইঞ্চি লম্বা চুল রয়েছে।
১৪ বছর বয়স থেকে চুল লম্বা করেছেন তিনি। চুল বড় করে পেছনে অনুপ্রেরণা জুগিয়েছেন স্মিতার মা। লম্বা চুলের ভারতীয় অভিনেত্রীরাও ছিলেন স্মিতার অনুপ্রেরণা।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে স্মিতা বলেছেন, "ভারতীয় সংস্কৃতিতে দেবীদের খুব লম্বা চুল ছিল। আমাদের সমাজে চুল কাটাকে অশুভ মনে করা হয়, তাই মহিলারা চুল বড় করতেন। লম্বা চুল মহিলাদের সৌন্দর্য বাড়ায়।"
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জানিয়েছে, সপ্তাহে ২ বার নিজের চুল ধুয়ে নেন স্মিতা। লম্বা হওয়ার কারণে বিছানায় দাঁড়িয়ে নীচে একটি চাদরে তিনি চুলগুলো মেলে দেন।
আরএক্স/
নৌকা থেকে পড়ে প্রাণ গেল স্বামী-স্ত্রীর
🕐 প্রকাশ: ০৫:০৪ পিএম,৩০শে নভেম্বর ২০২৩

ছবি: সংগৃহীত
পরিবার নিয়ে ঘুরতে গিয়ে বেরিয়ে ভাগীরথী নদীতে ডুবে মৃত্যু হল স্বামী-স্ত্রীর।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩০ নভেম্বর ) সকালে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের লালবাগ সদর ঘাটে।
পুলিশ জানায়, মৃত দম্পতির নাম শুভজিৎ সরকার (২৬) ও সুমন সরকার (২৪)। বাড়ি বহরমপুরের ইন্দ্রপ্রস্থ জয়চাঁদ রোড এলাকায়।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (৩০ নভেম্বর ) সকালে শুভজিৎ পরিবার নিয়ে বহরমপুর থেকে গাড়ি চালিয়ে লালবাগ সদরঘাটে এসে পৌঁছায়। সেখান থেকে তাদের নৌকায় ভাগীরথী নদী পার হয়ে ডাহাপাড়া ও কিরিটেশ্বরী মন্দিরের দিকে যাওয়ার কথাছিল।
স্থানীয় সূত্রে প্রকাশ, গাড়িতে শুভজিৎ ছাড়াও স্ত্রী সুমন এবং দম্পতির এক বছরের শিশুকন্যা ও শ্বশুর শাশুড়ি সহ ৬ জন ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লালবাগ সদরঘাটে পৌঁছানোর পর শুভজিৎ যখন গাড়িটি নৌকায় তোলার চেষ্টা করছিলেন, তখন অসাবধানতাবশত ব্রেকে পা দেওয়ার পরিবর্তে ভুল করে গাড়ির এক্সলেটরে পা দিয়ে ফেলেন। ফলে গাড়িটি গতি বাড়িয়ে প্রচন্ড জোরে নৌকা থেকে নদীর জলে ছিটকে পড়ে। ঘটনার পরই ঘাটে উপস্থিত থাকা লোকজন উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন।
গাড়িটি নদীর স্রোতে ভেসে যেতে থাকায় স্থানীয়রা দড়ি বেঁধে কোনও রকমে গাড়িটিকে পাড়ে তুলে আনেন। গাড়ির ভেতরে থাকা ৬ জনকেই উদ্ধার করে স্থানীয় লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা শুভজিৎ ও সুমনকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, গাড়ির বাকি ৪ জন যাত্রীর অবস্থা স্থিতিশীল।
আরএক্স/
সড়ক দুর্ঘটনায় একই গ্রামের ৪ জনের মৃত্যু
🕐 প্রকাশ: ১১:০২ এএম,৩০শে নভেম্বর ২০২৩

প্রতীকী ছবি
যন্ত্রচালিত ভ্যান ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে একই গ্রামের ৪ জনের।
বুধবার (২৯ নভেম্বর ) সকালে ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের ১৯ নম্বর জাতীয় সড়কের দুর্গাপুর এক্সপ্রেসওয়ের হুগলির গুড়াপ থানার কংসারিপুর মোড় এলাকায়।
নিয়ন্ত্রণ হারিয়ে যন্ত্রচালিত ভ্যান এবং ডাম্পার মুখোমুখি চলে আসায় সংঘর্ষ ঘটে। মৃত্যু হয় জীবনদীপ বাউল দাস (২৬), মঙ্গলদীপ বাউল দাস (৩২), বিশ্বজিৎ রায় (৩৫) এবং দিবাকর সিং (২২) এর।
মৃতদের প্রত্যেেকর বাড়ি হুগলির গুড়াপ থানার অন্তগর্ত সিয়াপুর গ্রামে। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা ৪ জনকে মৃত বলে ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৪জনে মোটর ভ্যানে ঢালাই মেশিন চাপিয়ে ঢালাইয়ের কাজ করতে যাচ্ছিলেন। কংসারিপুর মোড়ে জাতীয় সড়কে ওঠার মুখেই একটি ডাম্পারের মুখোমুখি হয়ে যায়। ডাম্পারটি ধাক্কা মেরে পালিয়ে যায়।
আরএক্স/
সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার আর নেই
🕐 প্রকাশ: ১০:৫১ এএম,৩০শে নভেম্বর ২০২৩

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বর্ষীয়ান কূটনীতিক হেনরি কিসিঞ্জার - ফাইল ছবি
না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বর্ষীয়ান কূটনীতিক হেনরি কিসিঞ্জার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর ছয় মাস।
স্থানীয় সময় বুধবার (২৯ নভেম্বর) কানেকটিকাটে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।
এক বিবৃতিতে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা ‘কিসিঞ্জার অ্যাসোসিয়েটস’ জানিয়েছে, জার্মান বংশোদ্ভূত সাবেক কূটনীতিক ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার কানেকটিকাটে তার বাড়িতে মারা গেছেন।
জার্মানির শহর নুরেমবার্গের অদূরে হেনরি কিসিঞ্জার ১৯২৩ সালের ২৭ মে জন্মগ্রহণ করেন। জার্মান-ইহুদি মা-বাবার সন্তান তিনি।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সামরিক বিমান জাপানে বিধ্বস্ত
হেনরি কিসিঞ্জার দীর্ঘ কর্মজীবনে মার্কিন পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি সাবেক প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এবং জেরাল্ড ফোর্ডের অধীনে পররাষ্ট্র সচিব এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেন। তার বিতর্কিত ভূমিকা কখনও কখনও বিশ্বজুড়ে সমালোচনার ঝড় তোলে। বিশেষ করে ভিয়েতনাম যুদ্ধ এবং সোভিয়েত ইউনিয়নের সঙ্গে শীতল যুদ্ধের অনুমতি দেওয়া এবং বরাবরই মার্কিন স্বার্থ এবং দেশীয় রাজনৈতিক সাফল্যকে অগ্রাধিকার দেওয়ায় বিশ্বের ইতিহাসে কুখ্যাত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে স্বীকৃতি লাভ করেন তিনি।
আরও পড়ুন: কুয়েতের আমির হাসপাতালে ভর্তি
হেনরি কিসিঞ্জার ছিলেন ৫৬তম মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি ছিলেন ৮ম মার্কিন জাতীয় নিরাপত্তা পরামর্শক। রাজনীতি করতেন রিপাবলিকান দলে। সূত্র : বিবিসি ও সিএনএন
জেবি/এসবি